ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে চাই: তারেক রহমান

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩৭, ২৬ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জকে দুর্নীতি ও মাদক মুক্ত করতে চাই: তারেক রহমান

নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে রবিবার মধ্যরাতে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি বিশাল সমস্যা ছিল এই নারায়ণগঞ্জ জেলায়, দুর্নীতি। কারা ছিল, কারা করেছে, কীভাবে করেছে এগুলো আপনারা সব জানেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরের ২০টা স্পট আছে, যেখানে মাদকের কারবার হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতিকেও আমরা নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতি নিয়ন্ত্রণ হলে দেশ এগিয়ে যাবে।”

আরো পড়ুন:

রবিবার (২৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন, “আরেকটি কাজ করতে চাই। যারা যুব সমাজ আছে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কর্মসংস্থান সৃষ্টি হলে আমাদের বেকার সমস্যা দূর হবে।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে- বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়