ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়ামালের চোখধাঁধানো ভলিতে শীর্ষে ফিরল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৬ জানুয়ারি ২০২৬  
ইয়ামালের চোখধাঁধানো ভলিতে শীর্ষে ফিরল বার্সেলোনা

লামিনে ইয়ামালের এক অনিন্দ্যসুন্দর ভলিতে আলো ছড়াল মন্টজুইক। সেই গোলে ভর করে রবিবার রাতে রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা।

হান্সি ফ্লিকের দলের জয়ে দানি ওলমো ও দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়ার গোল থাকলেও ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। ওলমোর ক্রস বক্সের প্রান্তে পেয়ে শরীর ঘুরিয়ে দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান এই কিশোর প্রতিভা। গোলরক্ষক আরোন এসকান্দেলের কোনো সুযোগই ছিল না। এটি ছিল বড়দিনের পর ইয়ামালের মাত্র দ্বিতীয় গোল। কিন্তু মানের দিক থেকে নিঃসন্দেহে অসাধারণ।

প্রথমার্ধে অবশ্য বার্সেলোনার কাজটা সহজ ছিল না। লিগের তলানিতে থাকা ওভিয়েদো বেশ সংগঠিত রক্ষণে স্বাগতিকদের ভোগায়। সেপ্টেম্বরের শেষের পর জয়ের দেখা না পাওয়া দলটি প্রথম ৪৫ মিনিটে বার্সাকে হতাশ করেই রাখে। ইলিয়াস চাইরার শট অল্পের জন্য বাইরে যায়। আর হাইসেম হাসানের শটে প্রথম বড় সেভ দিতে হয় বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়াকে।

তবে বিরতির পর দৃশ্যপট বদলে যায়। দ্বিতীয়ার্ধের প্রথম নয় মিনিটেই বার্সেলোনা যতগুলো শট অন টার্গেটে নেয়, পুরো প্রথমার্ধে ততটা পারেনি। সেই চাপ থেকেই আসে প্রথম গোল। ইয়ামালের চাপে ক্বাসি সিবো বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে তা পেয়ে ১৬ গজ দূর থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন দানি ওলমো।

এরপর ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ডেভিড কোস্তাসের দুর্বল ব্যাকপাসে সুযোগ পেয়ে বক্সের প্রান্তে এগিয়ে আসা এসকান্দেলের ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার। এটি ছিল রাফিনিয়ার শেষ ১০ ম্যাচে নবম গোল। ফর্মের তুঙ্গে তিনি।

দুই গোলে এগিয়ে স্বস্তিতে থাকা বার্সার জন্য এরপর আসে ইয়ামালের সেই জাদুকরী মুহূর্ত। ওলমোর ক্রসে অ্যাক্রোবেটিক ভলিতে ম্যাচে শেষ পেরেকটি ঠুকে দেন তরুণ ফরোয়ার্ড।

এই জয়ে এক পয়েন্টের (২১ ম্যাচে ৫২) ব্যবধানে রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল বার্সেলোনা। আর ওভিয়েদোর জন্য হতাশা বাড়ল। সমান ম্যাচ থেকে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের তলানিতে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়