নির্বাচনের ফল আগেই নির্ধারণের চেষ্টা হচ্ছে: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রবিবার রাতে ঢাকার বাংলামটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
নির্বাচনের ফল আগেই নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার বাংলামটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “এক ধরনের সেটেলমেন্ট রিলেশন করা হচ্ছে। এক ধরনের সেটআপের নির্বাচন করা হচ্ছে। নির্বাচনের ফলকে আগে থেকেই নির্ধারণের একটা চেষ্টা হচ্ছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, এভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে তাহলে তাদের সে ক্ষমতা দীর্ঘমেয়াদি হবে না।”
আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের জনগণ এরইমধ্যে বিভিন্ন সেটেলমেন্টের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আরো অনেক শক্তিশালী দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।”
তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে, তাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এনসিপি।”
ঢাকা/রায়হান/ইভা