ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় জামায়াত আমিরের সমাবেশ শুরু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৭, ২৬ জানুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় জামায়াত আমিরের সমাবেশ শুরু

কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের একাংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই নির্বাচনি জনসভা শুরু হয়েছে। জনসভাকে ঘিরে সকাল থেকেই কুষ্টিয়া জেলার চারটি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

আরো পড়ুন:

জামায়াত সূত্রে জানা গেছে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় ডা. শফিকুর রহমান হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পুলিশ লাইন্সে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। বক্তব্য শেষে জামায়াত আমির পুনরায় হেলিকপ্টারে মেহেরপুরের নির্বাচনি জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন।  মেহেরপুরের সভা শেষে তিনি চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়