ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন উপলক্ষে খুলনায় জয়েন্ট প্যাট্রল অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৬ জানুয়ারি ২০২৬  
নির্বাচন উপলক্ষে খুলনায় জয়েন্ট প্যাট্রল অভিযান শুরু

নির্বাচন উপলক্ষে খুলনায় জয়েন্ট প্যাট্রল অভিযান শুরু হয়েছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে খুলনায় জয়েন্ট প্যাট্রল অভিযান শুরু হয়েছে। 

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে জয়েন্ট প্যাট্রল অভিযান শুরুর আগে সংবাদ ব্রিফিংয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হাই মোহাম্মাদ আনাছ এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি বলেন, “ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মাদ আনাছ বলেন, “কোথাও কোনো ধরণের প্রবলেম সৃষ্টি হলে এই টিম সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কাজ করবে। কোথাও অবৈধ অস্ত্রের তথ্য জানতে পারলে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হবে।”

নির্বাচন মাঠের চিত্র তুলে ধরে তিনি বলেন, “খুলনার ছয়টি সংসদীয় আসনে ২০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজ করছেন। প্রার্থীদের যে কোনো অভিযোগ তদন্তে জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা সেল গঠন করা হয়েছে।” 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়