নানা গুঞ্জনের মধ্যেই অস্ট্রেলিয়া গেলেন আমিনুল
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল নিজের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এরপর চলমান বোর্ড থাকতে পারবে কি না তা নিয়ে চরম অনিশ্চয়তা আছে।
ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলামকে নিয়ে আলোচনাটা বেশি হচ্ছিল। মিরপুর শের-ই-বাংলায় বলাবলি হচ্ছিল, আমিনুল নির্বাচনের আগেই অস্ট্রেলিয়ায় চলে যাবেন। নির্বাচনের পর পরিবেশ, পরিস্থিতি কেমন থাকে সেটা বিবেচনা করেই নিজের পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।
তেমনটাই হলো, গতকাল গভীর রাতে আমিনুল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওণা হয়েছেন। এমিরেটসের একটি ফ্লাইটে তিনি রওণা দিয়েছেন। মেলবোর্নে পরিবারের কাছে গিয়েছেন তিনি।
২৫ জানুয়ারি রাতে তিনি অস্ট্রেলিয়া যাবেন তা অনেকেরই জানা ছিল। দেশের ক্রিকেট যখন প্রায় থমকে গেছে তখন পরিবারের কাছে হুট করেই যাওয়া কতটা যৌক্তিক সেই আলোচনা হচ্ছে বেশ। বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, জাতীয় দলের ক্রিকেটারদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তাদের কোচিং, টুর্নামেন্ট, আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করার সুযোগ আছে কিনা তা নিয়ে জরুরী পদক্ষেপ নেওয়ার দরকার ছিল।
কিন্তু সেসব দায়িত্ব থেকে দূরে থাকতেই আমিনুল ধরলেন অস্ট্রেলিয়ার বিমান। অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে তিনি যেতেই পারেন। কিন্তু এবার তার যাওয়ার ঘটনা চরম গোপন করা হয়েছিল। স্টার প্লে’র কাছে আমিনুল নিজেও অস্বীকার করেছেন তিনি কোথাও যাচ্ছেন না। বিসিবিতে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন।
‘‘আজ সারাদিন অফিসে কাজ করেছি। কালকেও করবো। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে তো যেতেই পারি। কিন্তু এখন ছিল না কখনোই। আর ওইটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে…আমি চাচ্ছি না নতুন করে এটা নিয়ে কথা উঠুক। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের বেশ কিছু ব্যক্তিগত কাজ আছে সেগুলো করছি।’’
সন্ধ্যায় গণমাধ্যমে কথা বলার পরপরই আমিনুল রাতে উড়াল দিলেন। সব জল্পনা-কল্পনা, সব গুঞ্জনকে তিনি সত্য করে দিয়েছেন। জানিয়ে রাখা ভালো, এবার শুধুমাত্র ওয়ান ওয়ে টিকিট করে অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন আমিনুল। এর আগে যতবারই গিয়েছেন রিটার্ন টিকিট ছিল তার। এবারই কেবল ওয়ান ওয়ের টিকিট করে সব জল্পনা-কল্পনাকে নতুন মাত্র দিলেন।
ঢাকা/ইয়াসিন