ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোকোর প্রথম জানাজা সম্পন্ন

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ২৫ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোকোর প্রথম জানাজা সম্পন্ন

আরাফাত রহমান কোকো

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার নিগারা জাতীয় মসজিদে রোববার বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়।


মালয়েশিয়া বিএনপির (একাংশ) সভাপতি মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সেন্টু, প্রাক্তন সাংসদ নুরুল ইসলাম মনি, আলী আজগর লবি প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মালয়েশিয়া বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং পেনাং, পুত্রজায়া, গেনটিং, জহর বারু আইল্যান্ড ও বুকিত বিনতাসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশি জানাজায় অংশ নেন।


জানাজার পর কোকোর মরদেহ ইউনিভার্সিটি অব মালেয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ভাই শামীম এস্কান্দার ও কোকোর দুই ফুফা লাশ দেশে আনতে এরই মধ্যে মালেয়শিয়ার পথে রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে কোকোর মরদেহ দেশে আসার কথা রয়েছে।
 

শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ায় মারা যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ট ছেলে আরাফাত রহমান কোকো।
 

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পরদিন চিকিৎসার জন্য থাইল্যান্ড যান তিনি। থাইল্যান্ড যাওয়ার পর মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান কোকো। সেখানেই শনিবার তিনি মারা যান।

 

 



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৫/রেজা/দিলারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়