ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক কলেজের ৩৯ শিক্ষার্থী পেলেন মেডিক্যালে ভর্তির সুযোগ 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৭ এপ্রিল ২০২২   আপডেট: ১০:০১, ৭ এপ্রিল ২০২২
এক কলেজের ৩৯ শিক্ষার্থী পেলেন মেডিক্যালে ভর্তির সুযোগ 

নীলফামারীর জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৩৯ শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সম্মিলিত মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ওই প্রতিষ্ঠানের ৩৯ জনের নাম চলে আসে। গত বছর এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

 

মেডিক্যালে সুযোগ পাওয়া ৩৯ শিক্ষার্থীর মধ্যে ২৩ জন ছাত্রী ও ১৬ জন ছাত্র।

বুধবার (৬ এপ্রিল) সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ গোলাম আহমেদ বলেন, ‘সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে এই কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে এই কলেজের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকেন। গত বছর এ প্রতিষ্ঠান থেকে ৪০ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার ৩৯ শিক্ষার্থী সুযোগ পেয়েছে।  শিক্ষার্থীদের এই অর্জনে আমরা খুবই গর্বিত। আশা করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘চলতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসিতে ২৬৮ পরীক্ষার্থী অংশ নিয়ে ২৬৫ জন পাশ করেন। এর মধ্যে ২৪৯ জন পেয়েছেন জিপিএ-৫। ’
কলেজ সূত্রে জানা গেছে, ‘২০২১ সালে ৪০, ২০২০ সালে ৪০, ২০১৮ সালে ৩৮ ও ২০১৬ সালে ৩৮ শিক্ষার্থী মেডিক্যালে ভর্তি হয়ে পড়াশোনা করছে। এছাড়াও বুয়েট, চুয়েট ও রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন অন্য শিক্ষার্থীরা।’

এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৯ জনের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজে ৫ জন, বগুড়া মেডিক্যাল কলেজে ৫ জন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ৪ জন ভর্তি হচ্ছেন।  এছাড়া তিন জন করে ভর্তির সুযোগ পেয়েছেন কুষ্টিয়া, দিনাজপুর ও নীলফামারী মেডিক্যাল কলেজে।  ময়মনসিংহ ও সিলেট মেডিক্যালে দুজন করে ভর্তির সুযোগ পেয়েছেন। 

এছাড়াও ঢাকা মেডিক্যাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল, শের-ই-বাংলা মেডিক্যাল, জিয়াউর রহমান মেডিক্যাল, সাতক্ষীরা মেডিক্যাল, কুমিল্লা মেডিক্যাল, পাবনা মেডিক্যাল, মুগদা মেডিক্যাল কলেজে, পটুয়াখালী মেডিক্যাল, ফরিদপুর মেডিক্যালে ও জামালপুর মেডিক্যালে ১ জন করে ভর্তির সুযোগ পেয়েছে। 

সোহরাওয়ার্দী মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া নুসরাত জাহান বলেন,  ‘চিকিৎসক হয়ে অসহায় ও গরিব মানুষদের চিকিৎসা করতে চাই। আমার এ সাফল্যে আমার পরিবারের লোকজনের সঙ্গে কলেজের শিক্ষকদের ভূমিকা অনেক বেশি।’

দিনাজপুর মেডিক্যালে সুযোগ পাওয়া মাহিন ইসলাম বলেন, ‘আমাদের কলেজের পড়াশোনার বিষয়ে শিক্ষকরা খুব বেশি আন্তরিক। করোনা মহামারিতেও আমাদের অনলাইনে  ক্লাস নেয়া হয়েছে।’

সিথুন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়