ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টমেটোর উন্নত বীজে অধিক ফলন, কৃষক লাভবান

শফিকুল ইসলাম শামীম, রাজবাড়ী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৩১ জানুয়ারি ২০২৩  
টমেটোর উন্নত বীজে অধিক ফলন, কৃষক লাভবান

উন্নতমানের টমেটো বীজে অধিক ফলন পেয়েছে রাজবাড়ীর প্রান্তিক কৃষকেরা। ভালো ফলন হওয়ায় অল্প জমিতে অধিক লাভের আশা করছে তারা।

রাজবাড়ী জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাই ব্রিড টমেটো-ইউএল-৭৪২, হাই ব্রিড টমেটো ক্লাসিক, হাই ব্রিড টমেটো-ভিএল-৭৪২, হাই ব্রিড টমেটো সেঞ্চুরী-৬০ ও বাবলী টমেটো বীজের আবাদ করছে রাজবাড়ী জেলার প্রান্তিক কৃষকেরা। এই টমেটোর ফলনও অধিক।

রাজবাড়ীর জেলার কৃষক ফুল চাঁদ বলেন, ‘স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে ৩ বিঘা জমিতে ইউনাইটেড সীড কোম্পানীর হাই ব্রিড টমেটো-ইউএল-৭৪২ বীজের চারা নিয়েছিলাম। এতে বিঘা প্রতি ৮০/৯০ মণ টমেটো হয়েছে। দামও ভালো পেয়েছি। প্রথমে ১৫/১৬ শত টাকা মণ বিক্রি করেছি। এখন ৮/৯ শত টাকা মণ বিক্রি করতে পারছি।’ 

তিনি আরোও বলেন, ‘এক বিঘা জমিতে টমেটো লাগালে জমিসহ ৫০/৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রতি বিঘা জমিতে আমি ১ লাখ টাকার বেশি টমেটো বিক্রি করতে পারবো। সেই হিসাবে প্রতি বিঘা জমিতে ৪০/৪৫ হাজার টাকা লাভ হবে।’

এ সময় রাসেল বেপারী নামের এক কৃষক বলেন, ‘স্থানীয় ডিলারের কথামত হাই ব্রিড-ভিএল-৭৪২ জাতের টমেটো বীজ বপন করেছি। আমার বিগত বছরগুলোর চেয়ে এবার অধিক টমেটোর ফলন হয়েছে। আমি এবার দেড় বিঘা জমিতে টমেটো লাগিয়ে ছিলাম। আগে বুঝতে পারলে আরও বেশি টমেটো লাগাতে পারতাম। আমার টমেটো দেখতে অনেক কৃষক প্রতিদিন আসছে। এই টমেটো লাগানোর কারণে আমি অনেক লাভবান হবো।’ 

খবির মিয়া নামের এক কৃষক বলেন, ‘কৃষি কর্মকর্তার পরামর্শে বাবলী টমেটো লাগিয়েছি। ফলন ৩/৪ গুণ বেশি হয়েছে। সেই হিসাবে আমি পূর্বের চেয়ে অধিক লাভবান হবো।’

তিনি বলেন, ‘এই টমেটোর সবচেয়ে ভালো দিক হচ্ছে, ট্রান্সপোর্ট করলে কালার নষ্ট হয় না। অধিক ভারি। যে কারণে দামও অন্যে টমেটোর চেয়ে ২/৩ টাকা কেজি প্রতি বেশি।’ 

ইউনাইডেট সীড কোম্পানীর মার্কেটিং অফিসার বিকাশ চন্দ্র বলেন, ‘অল্প জমিতে অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কৃষকদের মাঠে গিয়ে পরামর্শ দিয়ে থাকি। শুধু বীজ বিক্রি করে নিশ্চিত থাকি না। বীজ বপনের পর থেকে ফলন বিক্রি করা পর্যন্ত আমরা মাঠে গিয়ে কৃষকদের নানা প্রকার পরামর্শ দিয়ে থাকি এবং সার্বিক সহযোগিতা করে থাকি।’ 

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান জানান, ‘অল্প জমিতে বেমি ফলন উৎপাদনের লক্ষ্যে হাইব্রিড টমেটো আবাদ করছে কৃষক। এতে কৃষকও লাভবান হচ্ছে আবার দেশের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে।’ 
 

শামীম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়