ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৯ জুলাই ২০২৫   আপডেট: ১২:০৪, ২৯ জুলাই ২০২৫
পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন

ছবি: প্রতীকী

অনেকে প্রায়ই বুকে ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবার কারও কারও হঠাৎ করে পেটে ব্যথা অনুভব হতে পারে। পেটে ব্যথা জটিল কোনো রোগের কারণেও হতে পারে। সেজন্য পেটে ব্যথার সঙ্গে শরীরে আর কি কি পরিবর্তন দেখা দিচ্ছে, সেগুলো গুরুত্ব দিয়ে বোঝা উচিৎ। বিশেষ করে এই রোগে রেড ফ্ল্যাগ সিনড্রোম সম্পর্কে জানা থাকা জরুরি।

ডা. কানিজ মাওলা একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন,  ‘‘রেড ফ্ল্যাগ সিনড্রোম হলো-কারও হয়তো পেটে একটু একটু করে ব্যথা অনেকদিন ধরেই আছে কিন্তু সেই ব্যথাটা হঠাৎ করে সিভিয়ার হয়ে গেলো, বা সেই সঙ্গে মুখ দিয়ে একটু রক্ত গেলো অথবা পায়খানার সঙ্গে রক্ত গেলো, রোগী হঠাৎ ঘামতে শুরু করলেন; এই সবগুলো লক্ষণই কিন্তু জটিল রোগের জানান দেয়। যা  রেড ফ্ল্যাগ হিসেবে ধরে নিয়ে রোগীকে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।’’

আরো পড়ুন:

পেটের ওপরের অংশে ব্যথা কেন হয়?

পেটের ওপরের অংশে ব্যথার কারণ সম্পর্কে ডা. কানিজ মাওলা বলেন, ‘‘এর সাধারণ কারণ জ্বালাপোড়া করা। বুকে পর্দার মতো দুইটি জিনিস আছে তার ওপরের দিকে যখন অ্যাসিড উঠে আসে তখন ওখানের সেনসেটিভ নার্ভ জ্বালাপোড়া শুরু করে। কিন্তু অ্যাসিডটা স্টোমাকের ভেতরে যতক্ষণ থাকে তখন কিন্তু জ্বালাপোড়া হয় না। পেটভরে খাবার খেলে ছাতনিটা এমনিতেই উঁচু হয়ে যায়। তারপর অ্যাসিড ছাতনির উপরে উঠে যায়। ফলে পেট ব্যথা হতে পারে। আবার নালিতে যে চাকার মতো একটা জিনিস আছে। ওই চাকা যদি কোনো কারণে ঢিলা হয়ে যেয়ে থাকে, তাহলে অ্যাসিড সব সয়ম একটু একটু করে ছাতনির উপরে উঠতে থাকে। এবং বুক ব্যথা অনুভব হয়।’’

স্টোমাকের ভেতরে কোনো অংশ ছিঁড়ে গেলেও বুকে ব্যথা হতে পারে। সুতরাং বুকে ব্যথা হলে এর সঙ্গে শরীরে আর অস্বাভাবিক কোন কোন লক্ষণ দেখা দিচ্ছে সেগুলো বোঝা জরুরি। এবং সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উচিত। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়