ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিংড়া পৌর মেয়রের গাড়িসহ ১২ গাড়ি পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৫ ডিসেম্বর ২০২৩  
সিংড়া পৌর মেয়রের গাড়িসহ ১২ গাড়ি পুড়ে ছাই

নাটোরের সিংড়া পৌরসভার গ্যারেজে লাগা আগুনে পৌর মেয়রের সরকারি গাড়ি (জিপ) এবং ১১টি চলো অটো ইজিবাইক পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে এক নৈশপ্রহরী আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে সিংড়া পৌরসভার গ্যারেজে এ ঘটনা ঘটে। সিংড়া থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে সিংড়া পৌরসভার গ্যারেজে থাকা মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের ব্যবহত সরকারি গাড়ি এবং ১১টি চলো অটো ইজিবাইক রাখা ছিল। হঠ্যৎ গ্যারেজে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরী। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সিংড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে গ্যারেজের ভেতরে রাখা মেয়রের সরকারি গাড়ি (জিপ) এবং ১১টি চলো ইজিবাইক সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে পৌর মেয়র জান্নাতুন ফেরদৌস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, হঠ্যৎ পৌরসভার গ্যারেজে আগুন লাগে। এতে একটি জিপ এবং ১১টি চলো অটো ইজিবাইক পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়