ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলিতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘরের টাকা নেওয়ায় ১ জনের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৬, ৫ এপ্রিল ২০২১  
হিলিতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘরের টাকা নেওয়ায় ১ জনের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর দেওয়ার প্রলোভন দিয়ে এক ভ্যানচালকের নিকট থেকে ১৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রোস্তম আলী আকালু নামক একজনের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতারক আকালুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম ।

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন।

নির্বাহী অফিসার ও নির্বাহী মোহাম্মদ নুর-এ-আলম বলেন, ‘উপজেলার খট্রামাধবপাড় ইউনিয়নের চকভীরাম গ্রামের ভ্যানচালক ফেরদৌসকে প্রধানমন্ত্রীর জায়গাসহ একটি ঘর দেওয়ার কথা বলে, একই এলাকার দক্ষিণ মাধবপাড়া গ্রামের ওয়াকিল উদ্দিনের ছেলে রোস্তম আলী আকালু (৪২) ১৪ হাজার টাকা নেয়। টাকা নেয়ার বিষয়টি স্বীকার করলে রোস্তম আলী আকালুকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর ফেরদৌস আলীকে ১৪ হাজার টাকা ফেরত দিতে বলা হয়।’

মোসলেম/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়