ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

আজ মাঠে নামছে সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ১৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ মাঠে নামছে সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ড। ‘এফ’ গ্রুপের ম্যাচে আজ সোমবার সন্ধ্যা ৬টায় সুইডেনের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আর ‘জি’ গ্রুপে রাত ৯টায় বেলজিয়াম খেলবে পানামার বিপক্ষে। এই গ্রুপের অপর ম্যাচে রাত ১২টায় ইংল্যান্ড মুখোমুখি হবে তিউনিসিয়ার। ম্যাচ তিনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, নাগরিক টিভি ও সনি টেন-২।

সুইডেন ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাদের প্রথামিক টার্গেট গ্রুপপর্ব পার হওয়া। সে যাত্রায় এগিয়ে যেতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই। অন্যদিকে এশিয়া দেশ কোরিয়াও সুইডেনকে হারিয়ে শুভসূচনা করতে চাইবে।

বেলজিয়াম এবারের বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট। সর্বকালের অন্যতম সেরা দল নিয়ে তারা রাশিয়ায় এসেছে। অনেক ফুটবলবোদ্ধা রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি বিনা দ্বিধায় স্বীকার করেছেন। দারুণ ছন্দে থাকা দলটির প্রতিপক্ষ নবাগত পানামা। সঙ্গত কারণেই আজকের ম্যাচে ফেবারিট বেলজিয়াম।

ইংল্যান্ডও বিশ্বকাপের ফেবারিট। তাদের দলটিও তারকায় ঠাঁসা। আজ তাদের প্রতিপক্ষ পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা তিউনিসিয়া। শক্তিমত্তায় তিউনিসিয়া থেকে ঢের এগিয়ে ইংল্যান্ড। তাদের বিপক্ষে তিউনিসিয়া জয় পেলে সেটা অঘটন হিসেবেই লেখা হবে ফুটবল ইতিহাসে। আর ইংল্যান্ড জয় পেলে অনুমিত জয় পেয়েছে বলেই গণ্য করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়