কুমিল্লায় কলেজছাত্রীর নগ্ন ভিডিও, যুবক গ্রেফতার
মহিউদ্দিন || রাইজিংবিডি.কম
কুমিল্লা জেলার মানচিত্র
জেলা প্রতিবেদক
কুমিল্লা, ১৩ জানুয়ারি : কুমিল্লায় এক কলেজছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আবুল ফয়সলকে (২৫) সোমবার পুলিশ গ্রেফতার করেছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তুজারভাঙ্গা গ্রামের মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের দোকানদার আবুল ফয়সলের দোকানে মোবাইল ফোনে টাকা ফ্লেক্সিলোড করতে এসে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। কয়েকদিন আগে আবুল ফয়সলের মায়ের অসুস্থতার কথা বলে ছাত্রীটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে কৌশলে ভিডিওতে তার নগ্ন ছবি ধারণ করে। একপর্যায়ে ওই নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মৃধা জানান, ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে বখাটে আবুল ফয়সলকে গ্রেফতার করা হয়েছে।
রাইজিংবিডি / মহিউদ্দিন / রিশিত
রাইজিংবিডি.কম