ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আধুনিক ইস্তিরি

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আধুনিক ইস্তিরি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আধুনিক ডিভাইস হিসেবে ওয়াশিং মেশিন আমাদেরকে জামাকাপড় নিজ হাতে ধোয়ার ভোগান্তি থেকে মুক্তি দিয়েছে। কিন্তু জামাকাপড় ইস্তিরি করার পদ্ধতি এখনো সেকেলে।

বাপ, দাদা বা তারও আগের আমল থেকে জামাকাপড় ইস্তিরি বা আয়রন করার সেকেলে ডিভাইস থেকে অবশ্য এবার মুক্তি দেবে আধুনিক ডিভাইস।

শার্ট, ব্লাউজ, ট্রাউজার, এমনকি আন্ডারওয়্যার সহ যেকোনো পোশাক খুবই স্বল্প সময়ে ইস্তিরি বা আয়রন করার সুবিধা দেবে দুজন তরুণ উদ্ভাবকের তৈরি রোবটিক আয়রন মেশিন।

‘ইফি’ নামক এই ডিভাইসটি একসঙ্গে ও একই সময়ে ১২টি ভিন্ন ধরনের কাপড় শুকাতে পারে এবং আয়রন করতে পারে, নির্মাতারা যেটিকে দাবি করেছেন যে, ইস্তিরি করার ৯৫ শতাংশ সময় বাঁচাবে।

এটি মাত্র ৩ মিনিটের মধ্যে ১ ডজন কাপড় ইস্তিরি করতে পারে এবং কাপড় ইস্তিরি সম্পন্ন করে অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠায়। এছাড়া কাপড়ে পছন্দনীয় সুগন্ধ ব্যবহার করার জন্য ডিভাইসটিতে বিশেষ অংশ রয়েছে।

রোবটিক আয়রন মেশিন ‘ইভি’ তৈরি করেছেন প্রকৌশলী রোহান কামদার এবং ট্রেভর কের্থ। দুজনই ২৭ বছর বয়সি। বর্তমানে এটি প্রটোটাইপ (খসড়া) হিসেবে তৈরি করা হলেও, ২০১৮ সালে স্বয়ংসম্পূর্ভাবে এটি তৈরি করা হবে।



উত্তর লন্ডনের বাসিন্দা রোহান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছেন, তবে তার বন্ধু ট্রেভর যুক্তরাষ্ট্রের নাগরিক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। মূলত রোহান তার বাসার সুবিধার্থে বন্ধুর সহায়তায় এই ডিভাইসটি তৈরি করেছেন।

রোহান বলেন, ‘আমার মা প্রায় সময়ই আমাদের কাপড় ইস্তিরি করে থাকেন। অন্যদিকে আমার স্ত্রী ফুল-টাইম চিকিৎসক। আমি সম্প্রতি বিয়ে করেছি এবং বুঝতে পেরেছি যে, আমার মা আমাদের জন্য কতটা করেছেন। তাই আমি এবার আমার নিজের কাপড়গুলো স্বয়ংক্রিয়ভাবে ইস্তিরি করতে পারবো। কাপড় ইস্তিরি করার চেয়ে আমার ডাক্তার স্ত্রী পায়েলের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, ঘরের কাজে সময় বের করা তার জন্য মুশকিল।’

তিনি বলেন, ‘ডিভাইসটি তৈরি করা হয়েছে পরিশ্রম এবং সময় বাঁচানোর জন্য। ওয়াশিং মেশিন যেমন আমাদের জীবনযাপনে পরিশ্রম ও সময় সাশ্রয় করে, এই ডিভাইসটিও সেরকমই। এটি ইস্তিরি করার ৯৫ শতাংশ সময় সাশ্রয় করবে।’

 



ডিভাইসটি যদিও গ্যারেজে উদ্ভাবন করা হয়েছে, তবে উদ্ভাবকদ্বয় অপেশাদার উদ্ভাদকদের তুলনায় বেশি কিছু। রোবটিক আয়রন মেশিনটি তৈরি করতে তারা থ্রিডি প্রিন্টার, এক্রাইলক লেজার কাটিং এবং প্লাস্টিক মডিউল মেশিন ব্যবহার করেছেন এবং ইতিমধ্যে ডিভাইসটির পেটেন্টের জন্য আবেদন করেছেন।

কাপড় ইস্তিরি করার জন্য মেশিনটির কেবিনেটের হ্যাংগারে কাপড় ঝুলাতে হবে এবং কেবিনেটের দরজা বন্ধ করে দিতে হবে। মেশিনের অভ্যন্তরে মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে ইস্তিরি হয়ে যাবে পোশাক। আধুনিক এই ইস্তিরি মিশনটি তৈরিতে ব্যয় হয়েছে ৬৯৯ ব্রিটিশ পাউন্ড।

দারুণ এই মেশিনটি উদ্ভাবকরা বাজারে কবে আনবেন, সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র : ডেইলি মেইল



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়