ঢাকা     শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||  চৈত্র ১২ ১৪২৯

দক্ষিণ এশিয়ায় ভিভোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায়

প্রকাশিত: ১৫:২২, ৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৫:২৬, ৬ অক্টোবর ২০২২
দক্ষিণ এশিয়ায় ভিভোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর ঢাকায়

রাজধানীতে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর। এটি দক্ষিণ এশিয়ায় ভিভোর সবচেয়ে বড় আউটলেট। প্রগতি স্বরণীতে আলামিন আইকন সেন্টারে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে বিশাল এই আউটলেটটি।

জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ভিভো ফ্ল্যাগশিপ স্টোরটি উদ্বোধন করেন জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডিউক, ভিভো বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ডিরেক্টর নাটালেস, সেলস ডিরেক্টর শ্যারন। এ ছাড়াও দেশের জনপ্রিয় টেক ব্লগাররা উপস্থিত ছিলেন।

এরই মধ্যে তরুণরা ভিড় জমিয়েছেন নতুন ফ্ল্যাগশিপ স্টোরে। নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছেন তারা।

স্মার্টফোন কেনা থেকে শুরু করে সার্ভিসিং সবই করা যাবে এই এক ছাদের নিচে। এখানে থাকছে ভিভোর ইনোভেশন এক্সপেরিয়েন্স, প্রোডাক্ট, অ্যাকসেসরিজ, এক্সক্লুসিভ গিফটস, গেমস খেলার সুবিধা এবং সুপিরিয়র কাস্টমার সার্ভিস। 

রাজধানীর যমুনা ফিউচার পার্কের উল্টোপাশে আলামিন আইকন সেন্টারের নিচতলায় ভিভোর এই ফ্ল্যাগশিপ স্টোরটি। পাঁচ হাজার বর্গফুটের এই ফ্ল্যাগশিপ স্টোরটি ভিভোর ইনোভেশন সেন্টার ও এক্সপেরিয়েন্স জোন হিসেবেও ব্যবহৃত হবে। 

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়