ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পৃথিবী ধ্বংসের নতুন কারণ আবিষ্কার বিজ্ঞানীদের

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ৭ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৃথিবী ধ্বংসের নতুন কারণ আবিষ্কার বিজ্ঞানীদের

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু পৃথিবীর সেই শেষ দিনটায় আসলে কী ঘটবে, কী কারণে ধ্বংস হবে পৃথিবী- এই বিষয়ে বিস্তর গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।
 

এ ক্ষেত্রে এত দিন বিজ্ঞানীরা অনুমান করেছেন দুই ধরনের আশঙ্কার কথা। তাদের ধারণা, বড় মাপের কোনো গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হবে। অন্য ধারণাটি হচ্ছে, একদিন সূর্যের আলো বিলীন হয়ে যাবে, যার মাধ্যমে ধ্বংসের দিতে এগোবে পৃথিবী।

 

তবে বিজ্ঞানীদের একাংশ সম্প্রতি তৃতীয় একটি আশঙ্কার কথা জানিয়েছেন। এই ধারণায় বিশ্বাসী বিজ্ঞানীরা বলছেন, অসংখ্য ধূমকেতুর আঘাতে প্রাণ বিলুপ্ত হবে পৃথিবী থেকে। আগামী কয়েক লাখ বছরের মধ্যে সৌরজগতের খুব কাছে আসবে বেশ কয়েকটি নক্ষত্র। এর মধ্যে দুটি বামন নক্ষত্রও থাকবে।

 

মাঝারি মাপের নক্ষত্রের চেয়ে অনেক ছোট হলেও এই ধরনের নক্ষত্রের ভর অনেক বেশি। সে কারণে এদের মহাকর্ষ বলও অত্যন্ত শক্তিশালী। মূলত এদের আকর্ষণেই সৌরজগতের শেষ প্রান্ত থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকবে একঝাঁক ধূমকেতু। এভাবেই নাকি অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসবে মানবজাতির।

 

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া বাংলা

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৫/ফিরোজ/শান্ত/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়