ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ বিমানবাহিনী নিচ্ছে অফিসার ক্যাডেট

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২০:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ বিমানবাহিনী নিচ্ছে অফিসার ক্যাডেট

‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এ বাহিনীর চারটি শাখায় জনবল নেওয়া হবে। শাখাগুলো হলো জিডি (পি), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি, অ্যাডমিন। পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে অনলাইনে শুরু হয়েছে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা

আরো পড়ুন:

জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

ইঞ্জিনিয়ারিং: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। ও লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘এ’। ও লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

অ্যাডমিন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় যেকোনো শাখায় ন্যূনতম জিপিএ–৪.৫০। ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’ এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড- ‘বি’।

শারীরিক যোগ্যতা

* পুরুষ: সকল শাখার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে। জিডি (পি) শাখার প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড-১ থাকতে হবে, অন্যান্য শাখার প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি বিধি অনুসারে।  

* নারী: জিডি (পি) শাখার প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য শাখার প্রার্থীদের কমপক্ষে ৬২ ইঞ্চি। সকল শাখার প্রার্থীদের বুকের মাপ কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।জিডি (পি) শাখার প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড-১ থাকতে হবে, অন্যান্য শাখার প্রার্থীদের চোখের দৃষ্টিশক্তি বিধি অনুসারে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর (১ জানুয়ারি ২০২৩ তারিখে)। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে লগইন করে Apply Now ট্যাবে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ২০২২।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়