মেট্রোরেলে চাকরি, পদ সংখ্যা ৩৩০

মেট্রোরেলের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৫ ক্যাটাগরির পদে মোট ৩৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ও পদ সংখ্যা
* সহকারী ব্যবস্থাপক (রাজস্ব), পদ সংখ্যা: ১।
* সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং), পদ সংখ্যা: ১।
* রাজস্ব কর্মকর্তা, পদ সংখ্যা: ২।
* মার্কেটিং অফিসার, পদ সংখ্যা-২।
* ট্রেন অপারেটর, পদ সংখ্যা: ২৯।
* সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), পদ সংখ্যা: ১৭।
* সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন), পদ সংখ্যা: ১৯।
* সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল-রোলিং স্টক), পদ সংখ্যা: ৪।
* সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল- রোলিং স্টক), পদ সংখ্যা: ১১।
* হিসাবরক্ষক, পদ সংখ্যা: ১।
* সহকারী হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা: ৪।
* সেমি স্কিল্ড মেইনটেইনার, পদ সংখ্যা: ৭৮।
* সহকারী স্টোর কিপার, পদ সংখ্যা: ১।
* টিকেট মেশিন অপারেটর, পদ সংখ্যা: ৮০।
* কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট, পদ সংখ্যা: ৮০।
বেতন
সব পদে কোম্পানির বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে পাঠাতে হবে। এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করতে হবে এবং আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে হবে- ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।
আবেদনের শর্তাবলী
পদগুলোতে আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে।
/ফিরোজ/
আরো পড়ুন