ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আওয়ামী যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আওয়ামী যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলনে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর চার মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

এতে ২১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন- জাকিয়া পারভিন মনি, শিরিনা নাহার লিপি, আদিবা আঞ্জুম মিতা, শামিমা চৌধুরী বিথী, কোহলী কুদ্দুস মুক্তি, আশরাফুন্নেছা পারুল, ডেইজী সরোয়ার, হোসনে আরা হাসু, আফরোজা মনসুর লিপি, কেশোয়ারা সুলতানা সালমা, ইয়াসমীন সুলতানা পপি, ইসরাত জাহান নাসরীন, আফসানা হাসান ডেইজী, পারভীন খায়ের, নার্গিস মাহতাব, শারমীন জাহান মেরী, রাশেদা পারভীন মনি, শাহনাজ মতিন ঘূর্ণী, জিন্নাতুন্নেছা রোজী, আফসানা ফেরদৌস কেকা, সেলিনা রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক আটজন হলেন- রাজিয়া পারভীন লাকি, নুসরাত জাহান জেসমিন, শাহনাজ পারভীন ডলি, খ. মমতা হেনা লাভলী, খোদেজা নাছরীন, শারমীন আক্তার নিপা, শামসুন্নাহার রত্না, জেদ্দা পারভীন খান রিমি।

সাংগঠনিক সম্পাদক আটজন হলেন- ফারজানা ইয়াছমীন বিপ্লবী, সালমা ভূইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, মাহফুজা রিনা, নাসরীন সুলতানা ঝরা, জাকারিয়া সৃজনী শিউলি, শারমীন সুলতানা শরমী, জেসমিন শামীমা নিঝুম।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/নৃপেন/হাসান/মুশফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়