ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিংহ বধে বাঘ প্রস্তুত

ইএইচ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৫ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিংহ বধে বাঘ প্রস্তুত

অনুশীলনে করছে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার
ঢাকা, ২৫ জানুয়ারি : শ্রীলঙ্কার সঙ্গে লড়তে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশে ক্রিকেট দল।

শুক্রবার সকালে প্রথম অনুশীলন করেছে তারা। শনিবারও অনুশীলনে নামেন তারা।

এর আগে দুই দলের সর্বশেষ লড়াইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিলেন লঙ্কানরা। একটি টেস্ট ম্যাচ ড্র করে টাইগাররা। ওই বার লঙ্কায় গিয়ে লঙ্কা মাতিয়েছিল বাংলাদেশ ক্রিকেট।

এদিকে গত এক বছরের ব্যবধানে বাংলাদেশের টাইগাররা আরও শক্তিশালী হয়ে উঠেছে। শ্রীলঙ্কা ক্রিকেট দলকে এবার বধ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা।

দুপুরে অনুশীলন শুরুর পূর্বে সাংবাদিকদের সামনে হাজির হন সাকিব আল হাসান। দুই মাস পর জাতীয় দলে খেলতে নামছেন সাকিব আল হাসান। নিজের ব্যাটিং ও দল নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। জানান শ্রীলঙ্কা বধের পুরো প্রস্তুতি নিচ্ছেন তারা।

সাকিব বলেন, ‘শেষ এক-দুই বছর তো খুবই ভালো ক্রিকেট খেলেছি। স্বাভাবিক ভাবেই দলের আত্মবিশ্বাসটা অনেক বেশি। এখন পারফর্মারের সংখ্যাও অনেক বেশি। দলের ভেতরে অনেক প্রতিদ্বন্দ্বিতা কাজ করছে। এই প্রেসারটা দলের জন্যও ভালো, দেশের ক্রিকেটের জন্যও ভালো।’

শ্রীলঙ্কা ক্রিকেট দল প্রসঙ্গে সাকিব বলেন, ‘ওরা বেশ ভালো ক্রিকেট খেলেছে। ওদের দলে সাঙ্গাকারা, জয়াবর্ধনে ও ম্যাথুউস আছে। ওভারঅল টপ ৬-৭ ব্যাটসম্যান ভালো খেলতে হয় একটা টেস্ট দলের।’

বাংলাদেশ ক্রিকেট দলের পরিকল্পনা নিয়ে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ দল ওদের ওখানে গিয়ে খুব ভালো খেলেছে। এখন যেহেতু আমরা হোমে ক্রিকেট খেলব আমাদের সম্ভাবনা আরো ভালো থাকবে। গত এক-দুই বছর তো আমরা হোমে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে মনে হয় না খুব বেশি একটা পার্থক্য থাকবে।

উইকেট নিয়ে সাকিব বলেন, ‘আমাদের বোলিং কোয়ালিটি তো ভালো। তারপরও সব নির্ভর করে উইকেটের ওপর। যত ভালো বলই করেন না কেন, উইকেট সার্পোট না দিলে কিছু সম্ভব নয়। আমার বিশ্বাস আছে, আমাদের ক্ষমতা আছে। দুটিই এশিয়ার টিম। আমরা যদি স্পিন উইকেট বানাই তাদের সমস্যা হওয়ার কথা নয়। কেননা তাদেরও স্পিন আক্রমণ এবং স্পিনের বিপক্ষে ওরা ব্যাটিংও ভালো করে। আমার মনে হয় আমরা যদি একটা স্পোর্টিং উইকেট বানাই তাহলে সবার জন্যই ভালো হবে। সবাই রান পাবে এবং বোলিং করলে উইকেট পাবে। আমরা এখন অনেক অভিজ্ঞ একটা দল। গত কয়েক বছর ধরে ভালোও খেলছি ব্যক্তিগত ও দলগতভাবে। আমার কাছে মনে হয় স্পোর্টিং উইকেটটা মনে হয় খারাপ হবে না।’

 

 

রাইজিংবিডি / ইএইচ / রাসেল পারভেজ/ সোহাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়