ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না: সাব্বির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গায়ে হাত তোলার প্রশ্নই উঠে না: সাব্বির

রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে বাংলাদেশের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির। রাইজিংবিডির সঙ্গে কথোপোকথনে জানালেন, পরিচ্ছন্ন কর্মীর সঙ্গে বাকবিতণ্ডা হলেও গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি।

রোববার রাতে সাব্বির বলেছেন, ‘একটা সামান্য ঘটনা অথচ কিভাবে এটা বাজেভাবে উপস্থাপন হল! বাসার সামনে ময়লার গাড়ি ছিল। আমি হর্ন দিচ্ছিলাম। কিন্তু উনি গাড়ি সরাচ্ছিল না। আমি স্বাভাবিকভাবেই ডেকে বলেছি, গাড়ি সরাতে। আমি বাসায় ঢুকবো। কিন্তু সে কোনও গুরুত্ব দেয়নি। উল্টো গল্প করছিল। এরপর আমি জিজ্ঞেস করলাম, আপনি যে এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ অসুস্থ হলে বা মারা গেলে কি হবে? সে আমাকে ঝারি দিয়ে বলে, মারা যাবে কেন? এতোটুকুই। গায়ে হাত দেওয়ার প্রশ্নই তো উঠে না। উল্টো উনার চোখ রাঙানি খেতে হয়েছে।’ 

রাজশাহীর বেলদার পাড় এলাকায় রোববার বিকেল ৫টায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ‘সাব্বির দু-একটা চড়-থাপ্পড় মেরেছেন বলে শুনেছি। আমাদের টহল পুলিশ গিয়ে তাকে থামিয়েছে। স্থানীয়রাও ফোন করে বিষয়টি জানিয়েছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন। তবে সেই পরিচ্ছন্নতা কর্মীও কোনো অভিযোগ করেননি।’

আক্ষেপ করে সাব্বির আরও বলেছেন, ‘শুধু তর্কাতর্কি হয়েছে। আমি গায়ে হাত তুলিনি। এর আগে আমার ভুলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছিল। সেগুলো শুধরে আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। এখন বুঝে শুনে প্রতিটা কদম ফেলি। সেখানে আমার বিরুদ্ধে একটা ভুল তথ্য ছড়ানো হলো! একবার ভুল করলে কি একটা মানুষ সব সময়ই ভুল করে?’


ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়