পদক পেয়ে আবারো আলোচনায় ডিসি হারুন
|| রাইজিংবিডি.কম
রাইজিংবিডি২৪.কম, ঢাকা: উপ কমিশনার হারুন অর রশিদকে ২০১৩ সালের পুলিশ পদকে ভূষিত করা হয়েছে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিন মঙ্গলবার আরো অনেকে কৃতিত্বের জন্য পদক নিলেও উপ কমিশনার হারুনের পদক পাওয়ার ঘটনাটি আলোচনায় উঠে এসেছে ব্যাপকভাবে। কারণ বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে রাজপথে শরীর উদম করে পিটিয়েছিলেন পুলিশের লালবাগ জোনের এই কর্মকর্তা। জয়নাল আবেদীন ফারুককে পেটানোর এই দৃশ্য মিডিয়ার কল্যাণে কারো আর অদেখা ছিল না। ফলে আলোচনা-সমালোচনার শীর্ষে ছিল ঘটনাটি। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।
পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে উপ কমিশনার হারুনকে পদক দেয়ার পর সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর জানান, ২০১১ সালের ওইদিন পুলিশের ওপর নির্দেশ ছিলো রাজপথে কোনো ধরনের জনসমাবেশ না করতে দেওয়া হয়। কারণ তারা (বিএনপি) জনসমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছিলো। উপ কমিশনার হারুন স্বপ্রনোদিত হয়ে নিজের জীবন বাজি রেখে সেদিন বিরোধী দলের চিফ হুইপ ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে ছিলো। এছাড়াও ২০১২ সালে তার অনেক উল্লেখযোগ্য অবদান রয়েছে বলেও পৃথক এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
রাজারবাগ টেলিকম ভবন অডিটরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, পুলিশ মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজির আহম্মেদ প্রমুখ।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী উপ কমিশনার হারুনের যত কৃতিত্বের কথাই বলুন না কেনো তার বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। এসবের মধ্যে আলোচিত ঘটনা হলো, সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় নিরপরাধ যুবক বিশ্বজিত হত্যার ঘটনা। বিরোধী জোটের অবরেরাধ চলাকালে ছাত্রলীগ ক্যাডাররা যখন প্রকাশ্যে কুপিয়ে হত্যা করছিল বিশ্বজিতকে, তখন পাশেই দাড়িয়ে ছিল এবারের পুলিশ পদক পাওয়া এই উপ কমিশনার। তার এ নিরবতা নিয়ে সেদিন বিশ্বজিতের পরিবার নয়, দেশবাসীও রীতিমতো প্রশ্ন তোলে।
ওদিকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরোচিত হামলা করার পরও পুলিশের তৎকালীন এডিসি হারুনকে পুরস্কৃত করার কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেছেন, এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মানবতার চরম অপমান করলেন। বুধবার পুরান ঢাকার ধোলাইখালে গণসংযোগকালে তরিকুল সাংবাদিকদের এই মন্তব্য করেন।
তরিকুল আরো অভিযোগ করে বলেন, উপ কমিশনার হারুনের দায়িত্ব ছিল পুরান ঢাকার আইন শৃংখলা রক্ষা করা। কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি অপরাধ করার পরও যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারদের নানাভাবে রক্ষা করেছেন এই পুলিশ কর্মকর্তা।