১০ বছর পর অমিতাভ রেজার নাটকে প্রীতি
পাভেল রহমান || রাইজিংবিডি.কম
মঞ্চ ও টিভি অভিনেত্রী সানজিদা প্রীতি
বিনোদন ডেস্ক : দীর্ঘ দশ বছর পর নির্মাতা অমিতাভ রেজার পরিচালনায় একটি একক নাটকে অভিনয় করলেন মঞ্চ ও টিভি অভিনেত্রী সানজিদা প্রীতি। সম্প্রতি ‘সারফেস’ শিরোনামের এ নাটকটির শুটিং শেষ হয়েছে।
এছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন, শাহেদ শরীফ খান ও অদিতি। আর এ নাটকটির মাধ্যমে প্রায় দুই বছর পর নাটক নির্মাণ করলেন অমিতাভ রেজা। তার নির্মিত সর্বশেষ নাটক ছিল ‘সময় চুরি’।
অমিতাভ রেজা বলেন, প্রীতি অনেক ভালো অভিনেত্রী। ওর জন্য ভালো গল্প পাচ্ছিলাম না। তাই তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা হয়নি। এবারের গল্পের চরিত্রটা প্রীতিকে ডিমান্ড করেছে তাই ওকে নিয়েছি। আর বিজ্ঞাপন নির্মাণ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকায় টিভি নাটক নির্মাণ করা হয় না।
এসএ মাল্টিমিডিয়া প্রযোজিত এ নাটকটি আসছে ঈদে এসএ টিভিতে প্রচার হবে।
রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৪/পাভেল/শান্ত
রাইজিংবিডি.কম