ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলাররা

শামীম পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলাররা

বার্সেলোনার ইতিহাসের সেরা কয়েকজন খেলোয়াড়

শামীম পাটোয়ারী : বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফুটবল দল বার্সেলোনা। আয়ের দিক থেকেও এটি বিশ্বের দ্বিতীয় ধনী ক্লাব। শতাব্দীপ্রাচীন এই ক্লাবটি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে যুগে যুগে নিজেদের সেরাটা জানান দেওয়ার চেষ্টা করছে এবং দিয়েছেও।

 

রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে সবেচেয়ে দামি খেলোয়াড়দের না কিনে লা মাসিয়া একাডেমি থেকে নিজেরাই বিশ্বসেরা খেলোয়াড় তৈরি করছে। সময়ের সেরা এই ক্লাবের খেলোয়াড়রা সর্বোচ্চ ১১ বার ফিফা ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়েছেন।

 

কালের পরিক্রমায় বিশ্ব ফুটবল আঙ্গিনা মাতানো অনেক তারকা খেলোয়াড়ের পদচারণা ঘটেছে বার্সেলোনায়। গত মৌসুমে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জিতে ইতিহাস গড়েছে কাতালান ক্লাবটি। এবারও মেসি, নেইমার ও সুয়ারেজের সম্মিলিত শক্তি আর প্রতিভায় অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে ব্লুগ্রেনারা। তারা তাদের অসাধারণ প্রতিভা দিয়ে যেমন নিজেদের সেরাটা জানান দিয়েছেন তেমনি করে অর্জন ও সাফল্যের দিক দিয়ে বার্সাকে বসিয়েছেন গৌরব ও শ্রেষ্ঠত্বের আসনে। রাইজিংবিডি পাঠকদের জন্য বার্সেলোনা ইতিহাসের সেরা কিছু খেলোয়াড়দের বিবরণ তুলে ধরা হলো।

সার্জিও বুসকেটস: সম্ভবত ফুটবল ইতিহাসে নায্য দরের চেয়ে কম দামে কেনা একজন ফুটবলার সার্জিও বুসকেটস । কিন্তু বর্তমানে তাকে ছাড়া বার্সার মূল একাদশ কল্পনা করা কঠিন। ২০০৮ সালে পেপ গার্দিওলার হাত ধরেই বার্সেলোনার মূল একদশে জায়গা পান বুসকেটস। সেই থেকেই বার্সার মাঝমাঠে নির্ভরযোগ্য একজন মিডফিল্ডার তিনি। বুদ্ধিমত্তা, কঠিন পরিশ্রম এবং কৌশলগত কারনে স্পেন জাতীয় দলেও তিনি গুরুত্বপূর্ণ একজন ফুটবলার।

 

রোনালদিনহো : বার্সেলোনা ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার রোনালদিনহো। বল পায়ে তার করিকুরি এখনো ভক্তদের হৃদয়ে দাগ কাটে। ২০০৩ সালে প্যারিস সেইন্ট জার্মেই থেকে বার্সেলোনায় পাড়ি জমান ব্রাজিলিয়ান এই তারকা। বার্সার হয়ে ২টি লা লিগা ও ১টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। জেতেন মর্যাদার ব্যালন ডি’অর ট্রফিও। বার্সার হয়ে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল সমর্থকদেরও সমর্থন কুড়িয়েছেন রোনালদিনহো।

 

হোসে স্যামিটিয়ের : বার্সেলোনার ইতিহাসের প্রতিকী খেলোয়াড়দের মধ্যে হোসে স্যামিটিয়ের একজন। দুই পায়ে অসাধারণ দক্ষতায় শট এবং হেডে গোল করার নৈপুণ্যের জন্য তিনি কাতালান ক্লাবটিতে ‘লোবস্টার ম্যান’ নামে পরিচিত। তিনি ফাস্ট গ্রেট বার্সেলোনা দলের অধিনায়ক ছিলেন।

 

রোনাল্ড কোয়ম্যান: ওয়েম্বিলির হিরো হিসেবে পরিচিত হন তিনি। ১৯৯২ সালে বার্সেলোনাকে প্রথম ইউরোপিয়ান শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনাল্ড কোয়ম্যান। বার্সার রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি ১০২ গোল করেন কোয়ম্যান। যেগুলোর অধিকাংশই এসেছে, ফ্রি-কিক ও পেনাল্টি থেকে। মাঠে সতীর্থ ও প্রতিপক্ষের সঙ্গে অমায়িক ব্যাবহারের জন্য তিনি অনেক ভক্তদের হৃদয়ে ভাস্মর হয়ে আছেন।

 

ইয়োহান ক্রুইফ : ফুটবল ইতিহাসের সেরা একজন ফুটবলার ইয়োহান ক্রুইফ। তার সময়ে তিনিই ছিলেন সেরাদের সেরা ফুটবলার। বার্সেলোনায় প্লেয়ার এবং কোচ হিসেবে নতুন বিপ্লব ঘটান ক্রুইফ। টোটাল ফুটবলের জনক হিসেবে পরিচিত এই তারকা নিজের শোকেসে তিনটি ব্যালন ডি’অর তুলেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার একটি গোল স্প্যানিশ ফুটবলে আইকনিক ইমেজ হিসেবে পরিচিত।

 

কার্লোস পুয়ল: বার্সেলোনার ক্লাব ইতিহাসের অন্যতম সেরা একজন অধিনায়ক। প্রতিপক্ষ এবং সতীর্থদের কাছে তিনি ছিলেন অসাধারণ একজন ফুটবলার। ফুটবলমাঠে তিনি ছিলেন বৈচিত্রময় একজন তারকা। রক্ষণভাগে প্রতিপক্ষ স্ট্রাইকারদের বিপক্ষে দাঁড়াতেন চীনের প্রচীর হয়ে। কাতালান ক্লাবটির গৌরবময় ইতিহাসের জন্য তার অবদান অনস্বীকার্য।

 

পেপ গার্দিওলা: বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা দুরন্ত এক ফুটবলারের নাম গার্দিওলা। অসাধারণ কৌশল এবং বুদ্ধিমত্তায় তৎকালীন সময়ে বার্সার মাঝমাঠে গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ছিলেন তিনি। ইয়োহান ক্রুইফের ড্রিম টিমের অন্যতম সদস্য ছিলেন তিনি। বুট জোড়া তুলে রাখার পর কোচ হিসেবেও বার্সাতে ইতিহাস তৈরী করেন পেপ। মেসি-জাভি-ইনিয়েস্তাদের কাছ থেকে নির্যাস বের করে বার্সাকে সবচেয়ে সোনালী সময়টি উপহার দেন।

আন্দ্রেস ইনিয়েস্তা: শুধু বার্সা নয় বিশ্বফুটবলে সবচেয়ে সফল মিডফিল্ডারদের মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা অন্যতম। বল নিয়ে মাঝ মাঠে তার ড্রিবলিং যেন নিপুণ শিল্পীর কারিকুরি। বার্সার দুটি ট্রেবলজয়ী দলের সদস্য তিনি। ২০০৯ সালে বার্সেলোনার ষষ্ঠ শিরোপা জয়ী দলের সদস্য তিনি। এ পর্যন্ত ২৯টি শিরোপা জয়ের মধ্য দিয়ে তিনি হয়েছেন স্পেনের সর্বকালের সেরা সফল ফুটবলার।

 

জাভি হার্নান্দেজ : স্প্যানিশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন তারকা জাভি হার্নান্দেজ। বার্সার সফল ইতিহাসের দীর্ঘ একটা সময়ের সাক্ষী হয়ে আছেন তিনি। দলের প্রয়োজনে মাঝে মাঝে দেখা গেছে কান্ডারির ভূমিকায়। বার্সা লা মাসিয়া একাডেমি থেকে ধীরে ধীরে বেড়ে উঠে বিশ্বজয় করেছেন তিনি। ১৯৯৮ সাল থেকে শুরু করে ক্যারিয়ারের সেরা সময়টা কাতালান  ক্লাবে থাকার পর গতবার কাতারের ক্লাব আল সাদে যোগ দেন জাভি। বার্সেলোনার হয়ে ৮টি লিগ শিরোপা, তিনটি কোপা ডেল’রে ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জাভি।

 

লিওনেল মেসি: বার্সেলোনার লা ম্যাসিয়া একাডেমি থেকে উঠে আসা এক জাদুকর ফুটবলারের নাম লিওনেল মেসি। অসাধারণ ড্রিবলিং, দুর্দান্ত গতি এবং বুদ্ধিদীপ্ত পাসে মুহুর্তে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানাতে পারেন তিনি। বার্সার ১১৬ বছরের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার মনে করা হয় তাকে। রেকর্ডের এই বরপুত্রকে গ্রহের সেরা ফুটবলার বিবেচনা করা হয়। তাকে ছাড়া বর্তমান বার্সেলোনার কথা কল্পনাই করা যায় না।

 

নেইমার ও লুইস সুয়ারেজকে নিয়ে ত্রিফলা রূপে মেসি বার্সাকে গড়েছেন অপ্রতিরোধ্য হিসেবে। নিজের শোকেসে রেকর্ড সংখ্যাক পাঁচ-পাঁচটি ফিফা ব্যালন ডি’অর তুলেন তিনি। বার্সা ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। আর কয়েকদিন আগেই লা লিগায় ছুঁয়েছন ৩০০ গোলের মাইলফলক (৩৩৪ ম্যাচে ৩০১ গোল)। চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ বার্সার হয়ে  মোট ২৬টি শিরোপা জেতেন বার্সা ২৮ বছর বয়সি এই তারকা।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৬/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়