ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ১৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান

ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের দেখা পেল বাংলাদেশ। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

সাদা পোশাকে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৬৩৮। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ৬৩৮ রান করেছিল বাংলাদেশ। ম্যাচে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। এ ম্যাচের আগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান ছিল ৫৫৬। ২০১২ সালে ঢাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রান করেছিল বাংলাদেশ।

সাকিব আল হাসানের নান্দনিক ডাবল সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের দেড়শ রানের ইনিংসে বাংলাদেশ পাহাড়সমান রানের পুঁজি পায়। মুশফিক ও সাকিব পঞ্চম উইকেটে রেকর্ড ৩৫৯ রান করেন। সাকিব আল হাসান ক্যারিয়ার সেরা ২১৭ ও মুশফিকুর রহিম ১৫৯ রান সংগ্রহ করেন। এছাড়া তামিম ইকবাল ৫৬ ও সাব্বির রহমান করেন ৫৪ রান। 



এক নজরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দলীয় রান

রান

প্রতিপক্ষ

গ্রাউন্ড

৬৩৮

শ্রীলঙ্কা

গল

৫৯৫/৮

নিউজিল্যান্ড

ওয়েলিংটন

৫৫৬

ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা

৫৫৫/৬

পাকিস্তান

খুলনা

৫০৩

জিম্বাবুয়ে

চট্টগ্রাম

৫০১

নিউজিল্যান্ড

চট্টগ্রাম

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/ইয়াসিন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়