ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ডমিঙ্গোর ঈদের শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ডমিঙ্গোর ঈদের শুভেচ্ছা

কেমন আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো? গত মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর দেশের বিমানে চড়েছিলেন। এরপর আটকা সেখানেই।

করোনার ধাক্কায় জোহানেসবার্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকান এ কোচ। সেখান পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ডমিঙ্গো। শিষ্যদের নিয়ে টুকটাক কাজ করছেন ভিডিও কনফারেন্সে। এছাড়া বাকিটা সময় অলস কাটছে।

‘এখানে খুব একটা কাজ নেই। পরিবারকে সময় দিচ্ছি, বই পড়ছি। আমার পছন্দের একটা কাজ মাছ শিকার। সেটা করে সময় কাটছে।’ –হোয়াটসঅ্যাপ বার্তায় রাইজিংবিডিকে বলেছেন ডমিঙ্গো।

তার কর্মস্থলে চলছে ঈদের আনন্দ। সাত সকালেই শিষ্যদের হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। রাইজিংবিডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ডমিঙ্গো। ডমিঙ্গো লিখেন, ‘বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের ঈদের শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে উপভোগ্য সময় কাটাবে।’

করোনার কারণে জাতীয় দলের কোচিং স্টাফরা দীর্ঘদিন ধরে নিজ দেশে আছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলেও স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। এজন্য মধ্য আগস্ট থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার কথা। ডমিঙ্গো, ম্যাকেঞ্জিদের ঢাকায় আসার সময়ও ঘনিয়ে এসেছে। কবে নাগাদ দেশে আসতে পারে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বাংলাদেশের কোচ।

তবে জানা গেছে, ঈদের পরপরই বিদেশি কোচদের ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বিসিবি। নির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে যেতে হবে বিসিবিকে। করোনার কারণে বিদেশি নাগরিকদের দেশ ভ্রমণে সতর্কতা ও অন-অরাইভাল ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ আছে বাংলাদেশ সরকারের। কাগজে-কলমে সকল অনুমতি গ্রহণ করেই জাতীয় দলের কোচিং স্টাফদের দেশে আনবে বিসিবি।

 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়