RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

স্মিথকে প্রথম ম্যাচেই পাবে রাজস্থান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২১ সেপ্টেম্বর ২০২০  
স্মিথকে প্রথম ম্যাচেই পাবে রাজস্থান

শারজায় মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে সুখবর পেলো রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচেই অধিনায়ক স্টিভেন স্মিথকে পাচ্ছে তারা। কনকাশনের কারণে এ মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

স্মিথকে পাওয়ার খবর জানিয়েছেন রাজস্থানের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিজেই। এক বিবৃতিতে তিনি জানান, ‘চমৎকার খবর হলো স্টিভকে পাচ্ছি আমরা। প্রথম ম্যাচে অধিনায়ককে পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার। আগেও বলেছি দল ভালো অধিনায়কের হাতে পড়েছে।’

১৭ সেপ্টেম্বর স্মিথ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান। তারপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজস্থানের সাপোর্ট স্টাফদের পর্যবেক্ষণে রয়েছেন। সোমবার অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ১৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে ফিটনেসের প্রমাণ দেখানোর সময় অসুস্থ দেখাচ্ছিল স্মিথকে।

দুবাইয়ে দুদিন বিশ্রাম নেওয়ার পর রোববার ট্রেনিংয়ে দেখা যায় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে। প্রমাণ দিয়েছেন, প্রথম ম্যাচ খেলার জন্য ফিট তিনি। সোমবার স্মিথ বলেছেন, ‘গতকাল (রোববার) আমি জিগ-জ্যাগ রানিং করেছি, যা খেলায় ফেরার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার একটা অংশ। আজ (সোমবার) আমি নেটে ব্যাট করবো। আশা করি আগামীকাল (মঙ্গলবার) খেলার মতো ভালো অবস্থায় থাকবো এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো কিছু করে দেখাবো।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়