ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

করোনায় আক্রান্ত সাদিও মানে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৩ অক্টোবর ২০২০  
করোনায় আক্রান্ত সাদিও মানে

মাত্র তিন দিন আগে লিভারপুলের প্রথম ফুটবলার হিসেবে থিয়াগো আলকান্তারার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এবার দ্বিতীয় অলরেড ফুটবলার হিসেবে সামনে এলো সাদিও মানের করোনা পজিটিভের খবর।

শনিবার এক বিবৃতিতে সাদিওর করোনা পজিটিভের বিষয়টি সামনে এনেছে লিভারপুল কর্তৃপক্ষ। সেনেগালের ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের শরীরে মৃদু উপসর্গ ছিল, যা এখনও বর্তমান। এদিকে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন লিভারপুলের এই ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে তিন গোল করা সাদিও আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে স্বাভাবিকভাবে খেলতে পারবেন না। দলে থাকছেন না আলকান্তারাও। এই স্প্যানিশ ফুটবলারও এখন আছেন আইসোলেশনে।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সবশেষ পরীক্ষায় মোট ১০ জনের করোনাভাইরাস পজিটিভ আসার খবর দিয়েছে। যা নতুন মৌসুম শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়