ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাজিলে অনুশীলনও শেষ করতে পারলেন না নেইমার 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩৩, ৮ অক্টোবর ২০২০
ব্রাজিলে অনুশীলনও শেষ করতে পারলেন না নেইমার 

বিশ্বকাপ বাছাই খেলতে ব্রাজিলে ফিরেছেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে শুক্রবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু এই ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

বুধবার অনুশীলন করার সময় হঠাৎ পিঠে ব্যথা পান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অনুশীলন সেশন আর শেষ করতে পারেননি।

আরো পড়ুন:

ব্রাজিল দলের চিকিৎসক রোদ্রিগো লাসমার তেরেসপোলিসের ট্রেনিং গ্রাউন্ডে সাংবাদিকদের বলেছেন, নেইমারের চিকিৎসা শুরু হয়ে গেছে। তবে সাও পাউলোর নেউকুইমিকা অ্যারেনায় খেলার জন্য তার ফিটনেস নিয়ে এখন কিছু বলা যাচ্ছে না।

লাসমার বলেছেন, ‘আজ পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেছেন নেইমার। ট্রেনিং থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ফিজিক্যাল থেরাপি নিচ্ছেন। সাও পাউলোতে যাবো আমরা এবং সেখানেই তার চিকিৎসা ও ওষুধপত্র চলবে। তিনি কীভাবে সেরে উঠবেন তা জানার জন্যর ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। তারপরই এই ম্যাচে তার খেলা হবে কি না সেই বিষয়ে ভালো একটা ধারণা পাবো আমরা।’

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ব্রাজিল ফুটবল কনফেডারেশনের ফুটেজে দেখা গেছে, নেইমার তার পিঠে হাত দিয়ে রেখেছেন এবং মাঠে হাঁটু গেড়ে বসে আছেন।

বিশ্বকাপ বাছাই শুরুর আগে ইনজুরিতে এরই মধ্যে দুই তারকা গোলকিপার আলিসন ও স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে হারিয়েছে ব্রাজিল।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়