ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব: টিটিতে রুমেল খান চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ১৬ নভেম্বর ২০২০  
ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব: টিটিতে রুমেল খান চ্যাম্পিয়ন

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে চলছে ‘ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২০’। আজ সোমবার (১৬ নভেম্বর) প্রতিযোগিতার পঞ্চম দিনে পুরুষ সদস্যদের  টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জনকণ্ঠের রুমেল খান। আর রানার-আপ হয়েছেন দৈনিক সংগ্রামের মো. জাফর ইকবাল।

আজ পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে ২-১ সেটে রুমেল খান দৈনিক সংগ্রামের মো. জাফর ইকবালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দৈনিক বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুমকে পরাজিত করে তৃতীয় হন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টও মেহরাব হোসেন আসিফ ও ক্রীড়া উপ কমিটির সদস্যরা।

আজকের অন্যান্য খেলার মধ্যে ক্যারমে জয় পেয়েছেন রফিক রাফি, তারেক সালমান, আহম্মদ ফয়েজ, এম এম জসিম ও মতলু মল্লিক। ব্রীজে জয় পেয়েছেন তারেক সালমান-রাশেদুল হক জুটি, মনিরুল আলম-আবু সালেহ আকন জুটি, সমীর কুমার দে-শওকত আলী খান লিথো জুটি, জামিউল আহসান সিপু-হাসানুজ্জামান জুটি, এমরান হোসেন শেখ-এনায়েত শাওন জুটি, সৈয়দ শুকুর আলী শুভ-শফিকুল ইসলাম শামীম জুটি, তারিকুল ইসলাম মাসুম-শহীদুজ্জামান জুটি ও আরাফাত দাড়িয়া-তপন বিশ^াস জুটি।

আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবারের এই ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষ ও নারী সদস্যদের ১৭ ইভেন্টের পাশাপাশি সদস্যদের স্বামী-স্ত্রী ও সন্তানদেরও ইভেন্ট রয়েছে। দুই বছর পর সদস্যদের স্ত্রী/স্বামী ও সন্তানদের ইভেন্ট হচ্ছে। সকল ইভেন্টই স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষ সদস্যদের ইভেন্ট ১১টি। সেগুলো হলো- দাবা, ব্যাডমিন্টন (একক), শুটিং, টেবিল টেনিস (একক), ক্যারম (একক), ম্যারাথন, ১০০ মিটার দৌড়, আরচ্যারি (তীর ধনুক), গোলক নিক্ষেপ, কলব্রীজ এবং ব্রীজ। 

নারী সদস্যদের ইভেন্ট ৬টি। সেগুলো হলো- শুটিং, দাবা, ক্যারম (একক), ব্যাডমিন্টন (একক), টেবিল টেনিস (একক) এবং মিনি ম্যারাথন। সদস্য সন্তানদের ইভেন্ট (২টি)। যথা- ১০০ ও ২০০ মিটার দৌড়। সদস্য স্ত্রীদের ইভেন্ট একটি- স্ট্যাম্প ভাঙ্গা। আর নারী সদস্য স্বামীদের ইভেন্ট একটি- ২০০ মিটার দৌড়।

এবারের এই ক্রীড়া উৎসবের সেরা ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হবে। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন ৪ পয়েন্ট রানার্স আপ ৩ পয়েন্ট, তৃতীয় স্থান অধিকারী ২ পয়েন্ট ও চতুর্থ স্থান অধিকারী এক পয়েন্ট অর্জন করবে। ইনডোর গেমসে প্রায় ৪০০ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়