ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এই বার্সাকে দশে দশ দিচ্ছেন কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২১  
এই বার্সাকে দশে দশ দিচ্ছেন কোমান

গত জানুয়ারিতে স্প্যানিশ সুপারকাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর কাছে হারের পর থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলে টানা ছয় ম্যাচ জিতেছে তারা। গত চারটি ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ মানসিকতা দেখিয়ে জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। সাম্প্রতিক সময়ে দলের প্রচন্ড উন্নতি দেখে কোচ রোনাল্ড কোমান এতটাই খুশি যে এই বার্সাকে দশে দশ দিচ্ছেন।

বুধবার কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে দলকে নিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন ডাচ কোচ। ম্যাচটি খেলতে আন্দালুসিয়ায় পৌঁছে গেছে বার্সা। তাদের উজ্জীবিত করে কোমান বললেন, ‘মনে হচ্ছে আমরা অনেকবার বেঁচে গেছি। দলের মানসিকতা ও খেলোয়াড়দের আসল রূপ নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে।’

ইনজুরির কারণে মাঠের বাইরে বার্সার নিয়মিত আট খেলোয়াড়। আগেই চোট নিয়ে ছিটকে যাওয়া জেরার্দ পিকে, সার্জি রবের্তো, আনসু ফাতি, রোনাল্ড আরাউজো ও ফিলিপ্পে কৌতিনিয়োর সঙ্গে সর্বশেষ যোগ দিয়েছেন সার্জিনো দেস্ত, মিরালেম পিহানিচ ও মার্তিন ব্র্যাথওয়েট। এমন পরিস্থিতিতেও দল যেভাবে খেলছে, তাতে মুগ্ধ কোমান, ‘আমাদের একটা ভালো দল আছে। দলের চোটের তালিকা ও ব্যস্ত সূচি বিবেচনায় আমি এই দলকে দশ (দশের মধ্যে) দিবো।’

গত কয়েক ম্যাচে পেছনে পড়েও জেতায় দলের আত্মবিশ্বাস বেড়েছে মনে করেন বার্সা কোচ, ‘দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমরা আগের চেয়েও ভালোভাবে মনোনিবেশ করছি ম্যাচে। পেছনে পড়েও ফিরে আসায় আমরা গর্বিত।’

সেভিয়াকে নিয়ে বেশ সতর্ক কোমান, ‘এটা দুই লেগের লড়াই এবং আগামীকাল ভালো ফল পাওয়া হবে গুরুত্বপূর্ণ। আমরা তাদের ভালো করে জানি এবং এটা হবে দারুণ ম্যাচ। তারা গোছানো দল, খেলোয়াড়ও ভালো আছে। এ কারণেই তারা টেবিলের (লিগ) উপরের দিকে এবং কোপা দেল রের সেমিতে।’

সম্প্রতি পিএসজিতে মেসিকে নিয়ে আলোচনা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন কোমান। বলেছিলেন, এসব কথা বলে বার্সাকে অসম্মান করছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল তাদের প্রচ্ছদে এডিট করা পিএসজির জার্সিতে মেসির ছবি ছাপানোর পর ডাচ কোচ বললেন, ‘আমি জানি না তারা কেন এমন করছে। তারা যদি লিওকে নিয়ে কথা বলতে চায়, তাহলে বলতে দিন।’ এসব নিয়ে আর মাথা ঘামাতে চান না কোমান, তার মনোযোগ শিরোপার দিকে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়