ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশ্বকাপ আয়োজনে সিদ্ধান্ত নিতে ভারতকে আরও সময় দিলো আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১ জুন ২০২১   আপডেট: ২২:৫২, ১ জুন ২০২১
বিশ্বকাপ আয়োজনে সিদ্ধান্ত নিতে ভারতকে আরও সময় দিলো আইসিসি

করোনাভাইরাসের তীব্র সংক্রমণের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ক্ষমতা হারানোর শঙ্কায় ছিল ভারত। মহামারির প্রকোপ না কমলে অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া এই ইভেন্ট সংযুক্ত আরব আমিরাত সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসার কথা ছিল মঙ্গলবার অনুষ্ঠিত আইসিসির নির্বাহী বোর্ড সভার বৈঠক শেষে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আরও কিছু দিন সময় চেয়েছে এবং আইসিসিও তা মেনে নিয়েছে।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজ দেশে আয়োজন করতে পারবে কি না তা চূড়ান্তভাবে জানাতে ২৮ জুন পর্যন্ত সময় পেয়েছে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এই তথ্য নিশ্চিত করেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাতে আমরা ২৮ জুন পর্যন্ত সময় পেয়েছি।’

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক সূত্রে জানতে পেরেছে, চলতি মাসের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা যাচাই করতে চায় বিসিসিআই। আইসিসিও এই ব্যাপারে শিথিল। তাই জুনের শেষ পর্যন্ত সময় দিয়েছে তারা। সংক্রমণ না কমলে বিকল্প ভেন্যু আমিরাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

তবে বিশ্বকাপ ভারতে হোক বা বাইরে, আয়োজকের মর্যাদা থাকছে তাদের কাছেই। এক বিজ্ঞপ্তিতে আইসিসি এই কথা জানিয়েছে, ‘আয়োজক দেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই মাসের শেষ দিকে। বোর্ড আরেকটি ব্যাপার নিশ্চিত করছে যে ইভেন্টটি যেখানেই হোক না কেন আয়োজক থাকবে বিসিসিআই।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়