ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃষ্টির পেটে লর্ডস টেস্টের তৃতীয় দিন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ৫ জুন ২০২১   আপডেট: ১২:১৫, ৫ জুন ২০২১
বৃষ্টির পেটে লর্ডস টেস্টের তৃতীয় দিন

সারাদিন কালো মেঘ সরে যাওয়ার প্রার্থনা। কিন্তু বেরসিক বৃষ্টির থামার নাম নেই। ফলে লর্ডস টেস্টের তৃতীয় দিনে মাঠে গড়াল না একটি বলও।  ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচের তৃতীয় দিন পুরোটাই ভেসে গেল বৃষ্টিতে।

শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।  ধীরে ধীরে তা বাড়তে থাকে। একটা সময় বৃষ্টি অনেক বাড়লে দিনের খেলার কোনো সম্ভাবনা দেখেননি আম্পাররা। লম্বা সময় অপেক্ষার পর বিকেল সাড়ে চারটার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পাররা।

আরো পড়ুন:

২ উইকেটে ১১১ রান নিয়ে দিন শুরু করার কথা ছিল ইংল্যান্ডের। ৫৯ রানে ওপেনার ররি বার্নস ও ৪২ রানে অধিনায়ক জো রুট আছেন অপরাজিত। নিউ জিল্যান্ডের চেয়ে তারা পিছিয়ে আছে ২৬৭ রানে।

এর আগে অভিষিক্ত ডেভন কনওয়ের ইতিহাস গড় ডাবল সেঞ্চেুরিতে ৩৭৮ রান করে অতিথিরা।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়