ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

খোঁজ মিললো অলিম্পিক ক্যাম্প থেকে ‘পলাতক’ উগান্ডার অ্যাথলেটের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২১ জুলাই ২০২১   আপডেট: ১৭:২৭, ২১ জুলাই ২০২১
খোঁজ মিললো অলিম্পিক ক্যাম্প থেকে ‘পলাতক’ উগান্ডার অ্যাথলেটের

করোনার সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে জাপান সরকার। তা সত্ত্বেও অলিম্পিক গেমস আয়োজন করছে তারা। অগণিত বিদেশি ভিড়ছে গেমসের ভেন্যু টোকিওতে। এরই মধ্যে অলিম্পিক ট্রেনিং ক্যাম্প থেকে উগান্ডার এক ভারোত্তলোকের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগের মধ্যে ফেলে আয়োজকদের। অবশেষে চার দিন পর খোঁজ মিলেছে তার।

ওই অ্যাথলেটের নাম জুলিয়াস সেকিতোলেকা। গত শুক্রবার হঠাৎ করে নিখোঁজ হয়ে যান্। তার আগে চিরকুটে লিখে যান, তিনি জাপানে কাজ খুঁজতে বের হচ্ছেন এবং তার জিনিসপত্র যেন উগান্ডায় পাঠিয়ে দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী উগান্ডার খেলোয়াড়দের কোভিড টেস্ট করার জন্য ডাকা হয়। ঠিক ওই সময় খুঁজে পাওয়া যায়নি সেকিতোলেকাকে। পরে জানা গেছে কোটার কাররণে তিনি অলিম্পিকে অংশ নিতে পারবেন না।

টোকিও থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নাগোয়া স্টেশনে তার খোঁজ পায় পুলিশ। ওসাকা পুলিশের এক কর্মকর্তা জানায়, ‘মিয়ে প্রদিশে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। তিনি অক্ষত ছিলেন এবং কোনও ধরনের অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত ছিলেন না। তিনি নিজের পরিচয়পত্র দেখান। এখন আমরা জানি না কার কাছে তাকে পাঠাবো, দল নাকি অ্যাম্বাসিতে!’

গত ৭ জুলাই আইসোলেশন শেষ করা উগান্ডান দল মঙ্গলবার সেকিতোলেকাকে ছাড়াই অলিম্পিক ভিলেজে ঢুকে পড়েছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়