স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ধলেশ্বরী নদীতে নৌকাবাইচ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী নদীতে এক বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন ইউনিয়ন, উপজেলা, জেলা, শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বাইচ দল অংশগ্রহণ করতে পারবে।
আগামী ২৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় প্রতিযোগিতাটি ধলেশ্বরী নদীতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ আগামীকাল শুক্রবার (২৪ ডিসেম্বর)।
এ ব্যাপারে যোগাযোগ করতে বলা হয়েছে আনোয়ার হোসেন (০১৮১৮-৩৩৪৮৩০), মো. মনিরুল ইসলাম (০১৭১৪-৫৬২৮৬০) এবং মো. মজিবুর রহমানের (০১৭১১-৮২৭০৯৩) সঙ্গে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে লাখ টাকার পুরস্কার। প্রথম পুরস্কার তিন লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার দুই লাখ টাকা ও তৃতীয় পুরস্কার এক লাখ টাকা। এছাড়াও রয়েছে অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।
ঢাকা/ফাহিম