স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নৌকাবাইচ প্রতিযোগিতা মঙ্গলবার
নারায়ণগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২১ আগামীকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ধলেশ্বরী নদীর পূর্ব পাড় (এল.টি.টি জোন ডকইয়ার্ড ধর্মগঞ্জ হতে ডিক্রিরচর গুদারাঘাট পর্যন্ত) দুপুরে অনুষ্ঠিত হবে।
এই নৌকাবাইচ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ সোমবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন নারায়ণগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ফাতেমা তুল জান্নাত।
নারায়ণগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাত ফেরদৌসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, রুবাইয়া খানম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, নারায়ণগঞ্জ সদর, মো. আবুবকর সরকার, সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল, নারায়ণগঞ্জ, মো. মজিবুর রহমান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সংবাদ সম্মেলনে মোস্তাইন বিল্লাহ বলেন, ‘নৌকা বাইচ নারায়ণগঞ্জ জেলার জনগনের মধ্যে উৎসাহ এবং বিনোদনের খোরাক যোগাবে।’
ফাতেমা তুল জান্নাত বলেন, ‘‘এ বছর আয়োজন করতে যাচ্ছি ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ’ নৌকা বাইচের মতো বড় একটি প্রতিযোগিতা, যা নারায়ণগঞ্জবাসীর জন্য আমাদের সেরা একটি আয়োজন।’
উপজেলা নির্বাহী অফিসার ও নৌকা বাইচ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. রিফাত ফেরদৌস বলেন, ‘আমাদের চিন্তা-ভাবনা ছিল নারায়ণগঞ্জবাসীর জন্য উৎসবমূখর কিছু করার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২১ এই বড় আয়োজনের উদ্যোগ এবং তারই একটি অংশ। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলায় তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি ভেন্যূসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করায় সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রতিযোগিতার জার্সি উন্মোচন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
নৌকাবাইচ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ৩ লাভ টাকা, রানার্স আপ দল ট্রফি ও নগদ ২ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দল ট্রফি ও নগদ ১ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। এছাড়াও অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাকছে সৌজন্য স্বারক।
নৌকাবাইচ প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিবে। দলগুলো হলো- কাশীপুর ইউনিয়ন, বক্তাবলী ইউনিয়ন, ফতুল্লা ইউনিয়ন, এনায়েত নগর ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, গোগনগর ইউনিয়ন, আলীরটেক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ এবং ৮ নম্বর দলটি নারায়ণগঞ্জ জেলাকে প্রতিনিধিত্ব করবে।
প্রতিযোগিতার দূরত্ব- ২,৫০০ মিটার এবং জার্সির রঙ যথাক্রমে- লাল, কমলা, আকাশী, বেগুনী, সবুজ, হলুদ, নীল ও গোলাপী।
ঢাকা/আমিনুল