স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নৌকাবাইচে চ্যাম্পিয়ন এনায়েত নগর
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এনায়েত নগর ইউনিয়ন, প্রথম রানার্স আপ হয়েছে আলীরটেক ইউনিয়ন, দ্বিতীয় রানার্স-আপ হয়েছে কাশীপুর ইউনিয়ন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে (এল.টি.টি ডকইয়ার্ড জোন ধর্মগঞ্জ হতে ডিক্রিরচর গুদারাঘাট পর্যন্ত) এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চ্যাম্পিয়ন দল ট্রফি ও ০৩ (তিন) লক্ষ টাকা প্রাইজ মানি, প্রথম রানার্স-আপ দল ট্রফি ও ০২ (দুই) লক্ষ টাকা প্রাইজ মানি এবং দ্বিতীয় রানার্স আপ দল ট্রফি ও ০১ (এক) লক্ষ টাকা প্রাইজ মানি এবং অংশগ্রহণকারী দলের সকল খেলোয়াড় স্মারক উপহার লাভ করেন।
এর আগে প্রথম রেসে আট দল থেকে পাঁচ দল বাছাইয়ে টিকে ফাইনাল রেসে অংশ নেন। ফাইনালে এনায়েতনগর ইউনিয়ন সবাইকে পিছনে ফেলে শিরোপা জেতে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌসের এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ফাতেমা তুল জান্নাত, উপপরিচালক, স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ, মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ, মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নারায়ণগঞ্জ, কোহিনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, রুবাইয়া খানম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, নারায়ণগঞ্জ সদর, আবু বকর সরকার, সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা রাজস্ব সার্কেল, নারায়ণগঞ্জ, মজিবুর রহমান, সাংবাদিক ও সংগঠক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শওকত আলী, আসাদুজ্জামান, জাকির হোসেন, মনিরুল আলম সেন্টু, লুৎফর রহমান স্বপন এবং ফজর আলী। এ ছাড়া ছিলেন নারায়ণগঞ্জ জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ।