ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেনের নাগরিকত্ব পাচ্ছেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২ এপ্রিল ২০২২  
স্পেনের নাগরিকত্ব পাচ্ছেন ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র স্পেনের নাগরিকত্ব পেতে যাচ্ছেন। স্পেনের মন্ত্রণালয় থেকে ব্রাজিলিয়ান তারকাকে জানানো হয়েছে শিগগিরই তিনি স্প্যানিশ পাসপোর্ট পাবেন। সেটা হাতে পেলেই তিনি ব্রাজিলের পাশাপাশি স্পেনেরও নাগরিক হয়ে যাবেন, দ্বৈত নাগরিকত্ব পাবেন।

ফুটবলারদের ক্ষেত্রে স্পেনের নাগরিকত্ব পেতে হলে কমপক্ষে দুই বছর সেখানে বসবাস করতে হয়। ভিনিসিউস অবশ্য ২০১৮ সাল থেকে স্পেনে আছেন। তিনি আবেদন আগেই করেছিলেন। তার দ্বৈত নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালে। তার আগে তাকে অনেকগুলো পরীক্ষায় পাস করতে হয়। প্রথমটি ছিল স্প্যানিশ ভাষার দখলের ওপর ‘সিসিএসই’ পরীক্ষা। এরপর তাকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।

আরো পড়ুন:

দুটি পরীক্ষাতেই পাস করার পর এখন তিনি স্প্যানিশ পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছেন।

ভিনিসিউসের পর স্প্যানিশ নাগরিকত্বের জন্য আবেদন করবেন রিয়ালের রদ্রিগো, এদার মিলিতাও, তাকেফুসা কুবো ও রেইনিয়ের জেসাস।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস ২০১৮ সালে ফ্লেমেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদের ‘বি’ দলে যোগ দেন। একই বছর তার অভিষেক ঘটে সিনিয়র দলে। সেই থেকে এ পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে তিনি ১০৯ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২২টি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়