ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

শেষ বলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন ধোনির চেন্নাইর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ২২ এপ্রিল ২০২২  
শেষ বলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এখন ধোনির চেন্নাইর

বৃহস্পতিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আর সেটা করেছেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারের ৪ বলে তিনি ২ চার ও ১ ছক্কায় তোলেন ১৬ রান। তাতে শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত হয় তাদের।

এর মধ্য দিয়ে আইপিএলে সবচেয়ে বেশি শেষ বলে জয়ের রেকর্ড গড়ে চেন্নাই। এ নিয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৮ ম্যাচে শেষ বলে জয় পেলো হলুদ জার্সিধারীরা। চেন্নাইর পর দ্বিতীয় সর্বোচ্চ ৬ ম্যাচে শেষ বলে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে মুম্বাই আগে ব্যাট করতে নেমে শূন্য রানে প্রথম, ২ রানে দ্বিতীয় ও ২৩ রানে তৃতীয় এবং ৪৭ রানে চতুর্থ উইকেট হারায়। কিন্তু তিলক ভার্মার ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১, সূর্যকুমার যাদবের ৩২ ও হৃতিক শোকিনের ২৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে।

জবাবে শেষ বলে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। এটা ছিল সপ্তম ম্যাচে চেন্নাইর দ্বিতীয় জয়। অন্যদিকে এটা ছিল সপ্তম ম্যাচে মুম্বাইর সপ্তম হার। যা আইপিএলের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে হারের রেকর্ড।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ