ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুম্বলেকে বিদায় করে নতুন কোচের খোঁজে পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ২৬ আগস্ট ২০২২  
কুম্বলেকে বিদায় করে নতুন কোচের খোঁজে পাঞ্জাব

পাঞ্জাব কিংসে প্রধান কোচ অনিল কুম্বলের অধ্যায় শেষ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। 

ফ্র্যাঞ্চাইজির একাধিক মালিকের সঙ্গে পরামর্শ করে কুম্বলেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এখন তারা নতুন কোচের খোঁজ করছে।

আরো পড়ুন:

২০২০ সালে পাঞ্জাবে যোগ দেন কুম্বলে। তিন আসরে দলকে সাফল্য এনে দিতে পারেননি। প্রথম দুই বছরে হয় আট দলের মধ্যে পঞ্চম এবং গতবার দশ দলের খেলায় হয়েছিল ষষ্ঠ।

আইপিএলে একমাত্র ভারতীয় কোচ হিসেবে ২০২০ সালে পাঞ্জাবে যুক্ত হন কুম্বলে। খেলোয়াড়ি জীবন শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করার পর ক্লাবটিতে নিয়োগ পান তিনি। আইপিএলে যুক্ত হওয়ার আগে ২০১৬ সালে ভারতের প্রধান কোচও হয়েছিলেন কুম্বলে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়