ঢাকা     বুধবার   ২৯ নভেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ১৪ ১৪৩০

১০ ম্যাচে মাত্র এক জয়ে চাকরি হারালেন সেভিয়া কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৬ অক্টোবর ২০২২  
১০ ম্যাচে মাত্র এক জয়ে চাকরি হারালেন সেভিয়া কোচ

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে মাত্র একটি জয়। সবশেষ চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে হার। তাতে গুঞ্জন সত্যি করে চাকরি হারালেন সেভিয়ার কোচ জুলেন লোপেতেগুই। লা লিগা বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে তাকে বরখাস্তের কথা জানায়।

বরুশিয়ার বিপক্ষে লোপেতেগুইর শেষ ম্যাচটি ছিল সেভিয়ার সঙ্গে ১৭০তম। জার্মান ক্লাবের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট তাদের।

বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, সাবেক কোচ হোর্হে সাম্পাওলিকে লোপেতেগুইর উত্তরসূরি হিসেবে ফেরানো হচ্ছে। ২০১৬-১৭ মৌসুমে সেভিয়াকে চতুর্থ স্থানে রেখে বিদায় নেন এবং যোগ দেন আর্জেন্টিনা জাতীয় দলে।

৬২ বছর বয়সী আর্জেন্টাইন কোচ গত জুলাইতে মার্শেইর চাকরি ছাড়ার পর থেকে অবসরে। দায়িত্ব পেলে কঠিন চ্যালেঞ্জ তার সামনে। লা লিগায় তাদের অবস্থান ১৭ নম্বরে।

২০১৯ সালে সেভিয়ায় যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদ ও স্পেনের কোচিংয়ে ছিলেন লোপেতেগুই। টানা তৃতীয় মৌসুম আন্দালুসিয়ান ক্লাবকে চ্যাম্পিয়নস লিগে ওঠান তিনি। ধারণা করা হচ্ছে, উলভসে ব্রুনো লাগের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়