ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলে সাকিব ঝড়, কলকাতার পোস্ট, ‘ফাটাফাটি সাকিব দা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৯ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:১০, ৯ জানুয়ারি ২০২৩
বিপিএলে সাকিব ঝড়, কলকাতার পোস্ট, ‘ফাটাফাটি সাকিব দা’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে চোখ ধাঁধানো ইনিংস খেলেন সাকিব আল হাসান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তার বিস্ফোরক ইনিংসের পর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স উচ্ছ্বাস প্রকাশ করেছে এক পোস্টে।

শনিবার ঢাকায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাত চার ও চার ছয়ে ৩২ বলে ৬৭ রান করেন সাকিব। ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি এবং তার ওই ইনিংসে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান করে বরিশাল।

আরো পড়ুন:

ফাস্ট বোলার থিসারা পেরেরার ওপর বেশি চড়াও হন সাকিব। ১৭তম ওভারে চার বলে ১৮ রান তুলে নেন। বোলারদের ওপর এমন দাপটের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে নাইট রাইডার্স ইনস্টাগ্রামে ক্যাপশন দিয়েছে, ‘ফাটাফাটি সাকিব দা।’

গত মাসে সাকিবকে নিলামে কেনে কলকাতা। প্রথমবার অবিক্রিত থাকলেও তার সাবেক ক্লাব ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে নেয়।

যদিও বিপিএলে সাকিবের ওই ইনিংস বিফলে যায়। তৌহিদ হৃদয়ের ঝড়ো ইনিংসে সিলেট জিতে যায় এক ওভার হাতে রেখে। বল হাতে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। চার ওভারে ৩১ রান দিয়ে পাননি কোনও উইকেট।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়