ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন বছরে প্রথম জয় পেলো চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:২৬, ১৬ জানুয়ারি ২০২৩
নতুন বছরে প্রথম জয় পেলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম ভালো যাচ্ছে না চেলসির। ১৯ ম্যাচে মাঠে নেমে জয় তাদের ৮টিতে। হার ৭টিতে। ড্র ৪টিতে। সবশেষ টানা ৩ ম্যাচে হেরেছিল তারা। অবশেষে হারের বৃত্ত ভাঙলো পটারের শিষ্যরা। রোববার রাতে ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। যা ২০২৩ সালে তাদের প্রথম জয়।

অবশ্য প্রথমার্ধে উভয় দল দারুণ দারুণ কিছু সুযোগ তৈরি করেও জালের নাগাল পায়নি। বিশেষ করে কাই হাভার্টজের মিসটি ছিল চোখে লাগার মতো। হাকিম জিয়েখের ক্রসে হেড নিয়েছিলেন তিনি। কিন্তু বল জালের উপরের অংশ ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

আরো পড়ুন:

বিরতির পর ৬৪ মিনিটে হাভার্টজ গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় কর্নার পায় চেলসি। কর্নার থেকে জিয়েখের উড়িয়ে মারা বলে হেড দিয়ে জালে পাঠান হাভার্টজ। শেষ পর্যন্ত তার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। এনে দেয় কাঙ্খিত এক জয়।

এই জয়ে ১৯ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশম স্থানে অবস্থান নিয়েছে ব্লুজরা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ১৯ পয়েন্টে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়