ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল নাসেরে অভিষেক স্মরণীয় করতে পারেননি রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:২৬, ২৩ জানুয়ারি ২০২৩
আল নাসেরে অভিষেক স্মরণীয় করতে পারেননি রোনালদো

সৌদি আরবে কদিন আগে আল নাসের ও আল হিলালের সমন্বিত সৌদি অল স্টার একাদশের হয়ে জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, সেটা ছিল প্রীতি ম্যাচ। তার ক্লাব আল নাসেরের জার্সিতে প্রথম ম্যাচ খেললেন রোববার। দল ১-০ গোলে ইত্তিফাক এফসিকে হারালেও খালি হাতে মাঠ ছেড়েছেন সিআরসেভেন।

মরসুল পার্কে এই ম্যাচ জিতে সৌদি প্রো লিগে শীর্ষে ফিরেছে আল নাসের। প্রথমার্ধে অ্যান্ডারসন টালিসকার হেড গোলে রিয়াদ প্রতিপক্ষ আল হিলালের চেয়ে এক পয়েন্টে এগিয়ে তারা।

আরো পড়ুন:

প্রথম ঘরোয়া ম্যাচে রোনালদো নেতৃত্ব দিয়েছেন। কিন্তু লক্ষ্যে নিতে পারেননি একটি শটও। সতীর্থদের একাধিক সুযোগ তৈরি করে দিলেও জালে জড়ায়নি বল। সেরা সুযোগটি নিজে পেয়েছিলেন ফ্রি কিক থেকে, কিন্তু বল ক্রসবারের অনেক উপর দিয়ে মারেন।

রোনালদো গোল না পেলেও উচ্ছ্বসিত গোলদাতা টালিসকা, ‘বিশ্ব ফুটবলে একজনই ক্রিস্টিয়ানো রোনালদো এবং আমরা তাকে আমাদের সঙ্গে পেয়ে খুশি। রোনালদোর ব্যক্তিত্ব দলের সঙ্গে মানিয়ে নিতে তাকে সাহায্য করেছে।’

আগামী বৃহস্পতিবার আল ইত্তিহাদের বিপক্ষে সৌদি সুপার কাপে ম্যাচ খেলবে আল নাসের।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়