ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালিকের ফিফটিতে চড়ে রংপুরের ১৭৯

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৫৩, ২৩ জানুয়ারি ২০২৩
মালিকের ফিফটিতে চড়ে রংপুরের ১৭৯

শোয়েব মালিকের ব্যাটে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৭৯ রান করেছে রংপুর রাইডার্স। 

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম দিন সোমবার টস হেরে ব্যাট করে রংপুর। ৬ উইকেট হারিয়ে তারা ১৮০ রানের লক্ষ্য দেয়। 

আরো পড়ুন:

৪৫ বলে সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত ছিলেন মালিক। ফিফটি করেন ২৯ বলে। ৫টি করে চার-ছয়ে মালিকের ইনিংসটি সাজানো ছিল। 

আজমতুল্লাহ ওমরজাই ২৪ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৪টি ছয় ও ১টি চার হাঁকিয়েছেন এই আফগান। 

আজও নাঈম ধীরগতির ইনিংস খেলেন। ২৯ বলে ৩৪ রান করেন ওপেনিংয়ে নেমে। আরেক ওপেনার শেখ মেহেদী হাসান আউট হন ১ রানে। ওপেনিং থেকে তিনে নামা পারভেজ হোসেন ইমনও ব্যর্থ। ১০ বলে ৬ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার মেহেদী হাসান রানা। তবে তিনি ছিলেন খরুচে। ৪ ওভারে রান দিয়েছেন ৩৯টি। এ ছাড়া ২টি উইকেট নেন শুভাগত হোম। 

ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফেরেন নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন মালিক।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়