ঢাকা     রোববার   ২৬ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৩ ১৪২৯

ফ্রান্সে গিয়েও পিএসজিতে যোগ দিতে পারলেন না জিয়েখ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২৩  
ফ্রান্সে গিয়েও পিএসজিতে যোগ দিতে পারলেন না জিয়েখ

মরোক্কোর ফরোয়ার্ড হাকিম জিয়েখকে চেলসি থেকে দুই বছরের জন্য ধারে চেয়েছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। জিয়েখও রাজি ছিলেন পিএসজিতে খেলতে। পিএসজির সঙ্গে চুক্তি করতে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসেও গিয়েছিলেন। কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না।

পিএসজি তাকে দলে নিতে তিন-তিনবার আবেদন করে। কিন্তু তিনবারই সেটি বাতিল হয় প্রয়োজনীয় কাজগপত্রের ঘাটতি থাকার কারণে। তাতে করে শেষ পর্যন্ত মরোক্কান এই তারকাকে দলে নিতে পারেনি পিএসজি। এর ফলে ইংলিশ ক্লাব চেলসির হয়েই মৌসুমের বাকি সময় খেলতে হবে তাকে।

জানা গেছে, জিয়েখ যাতে পিএসজিতে যেতে পারেন সেটার জন্য শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন চেলসির মালিক টড বোয়েলিও। কিন্তু তার প্রচেষ্টাও ব্যর্থ হয়। বুধবার সকালে জিয়েখ ও পিএসজির মধ্যকার চুক্তির প্রক্রিয়াটি বাতিল করে ফ্রান্সের পেশাদার লিগ কর্তৃপক্ষ ‘লিগ ডি ফুটবল প্রফেশনাল (এলএফপি)’।

২৯ বছর বয়সী জিয়েখ ২০২০ সালে আয়াক্স থেকে ৩৩ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছিলেন চেলসিতে। এই মৌসুমে চেলসির হয়ে অবশ্য মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

অবশ্য চেলসির হাতে এখন অনেক বিকল্প রয়েছে। ইতোমধ্যে তারা দলে নিয়েছে মাইখাইলো মুদরিয়াক, ডেভিড দাত্রো ফোফানা, নোনি মাদুয়েকে এবং জোয়াও ফেলিক্সকে। এছাড়া গেল গ্রীষ্ম মৌসুমে তারা দলে নিয়েছিল রাহিম স্টার্লিংকে।

তাই চেলসিও জিয়েখকে ছাড়তে চেয়েছিল। কিন্তু সব ধরনের চেষ্টা চালিয়েও তাকে দিতে পারলো না পিএসজির কাছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে জিয়েখের নেতৃত্বে মরোক্কো দুর্দান্ত খেলেছিল। ইতিহাসে গড়ে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। অবশ্য সেখানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। যে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়