ঢাকা     বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||  চৈত্র ১০ ১৪২৯

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারিতে স্বর্ণ জিতলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৯ মার্চ ২০২৩  
এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারিতে স্বর্ণ জিতলো বাংলাদেশ

চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১ এ রিকার্ভ মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি। অন্যদিকে রিকার্ভ মহিলা একক ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী।

রোববার অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল জুটি স্বর্ণ জিতেন। তারা ৫-৩ সেট পয়েন্টে হারান কাজাখস্তানের ইলিয়াসোভা আলিনা ও আব্দুললিন ইলফাত জুটিকে। তার আগে তারা দুজন অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।

ফাইনালে প্রথম সেট বাংলাদেশ হেরে যায় ৩৮-৩৬ ব্যবধানে। কাজাখস্তান পায় ২ পয়েন্ট। এরপর দ্বিতীয় সেট ৩৬-৩৫ ব্যবধানে এবং তৃতীয় সেট ৩৭-৩৩ ব্যবধানে জিতে নেয়। তাতে ২+২=৪ পয়েন্ট পায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৯-৩৯ ব্যবধানে ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পায়। তাতে ৫-৩ ব্যবধানে বাংলাদেশ জিতে যায়।

এদিকে রিকার্ভ এককে দিয়া ৪-৬ সেট পয়েন্টে মালয়েশিয়ার মাশায়েখ সায়াকিরার কাছে হেরে যান। যদিও দিয়ার শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম দুই সেট তিনি জিতে নেন ২৭-২৫ ও ২৮-২৭ ব্যবধানে। পরবর্তী তিন সেট হেরে যান ২৮-১৬, ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়