ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার প্রধান নির্বাচক থারাঙ্গা, প্যানেলে মেন্ডিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২০:২৫, ১৩ ডিসেম্বর ২০২৩
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক থারাঙ্গা, প্যানেলে মেন্ডিস

শ্রীলঙ্কার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গাকে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর নির্বাচক প্যানেলে যুক্ত করা হয়েছে সাবেক স্পিনার অজান্তা মেন্ডিসকে। এছাড়াও আছেন ইন্দিকা ডি সারাম, থারাঙ্গা প্রাণাভিতানা ও দিলরুয়ান পেরেরা।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে তরুণ এই নির্বাচক কমিটির মেয়াদ দুই বছর।

আরো পড়ুন:

২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর নতুন এই নির্বাচক কমিটি গঠন করলো লঙ্কান ক্রিকেট বোর্ড। যারা বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পায় এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

এই নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইমেন্ট হবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজ। জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে আসবে আফ্রিকার দেশটি। এরপর আসবে আফগানিস্তান দল।

এই কমিটি মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কাজ করবে এবং একটি শক্তিশালী দল বাছাই করার চেষ্টা করবে।

শ্রীলঙ্কার নতুন ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো নতুন এই নির্বাচক কমিটি গঠনে উদ্যোগ নেন এবং তাদের নিয়োগ দেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়