ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে এসি মিলান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ১৫ মার্চ ২০২৪  
কোয়ার্টার ফাইনালে এসি মিলান

উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের মাঠে ৪-২ ব্যবধানে হেরেছিল চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগ। বৃহস্পতিবার দিবাগত রাতে ফিরতি লেগে ঘরের মাঠেও জয় পায়নি তারা। এবার হেরেছে ৩-১ ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে স্লাভিয়া। অন্যদিকে বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ইতালির ক্লাব এসি মিলানের।

ঘরের মাঠে এদিন ম্যাচের ২০ মিনিটের মাথায় দশজনের দলে পরিণত হয় স্লাভিয়া। তাদের থমাস হোলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

দশজনের দলের বিপক্ষে ৩৩ মিনিটেই এগিয়ে যায় মিলান। গোল করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ৩৬ মিনিটে রুবেন লোফটাস-চিক গোল পেলে ব্যবধান দ্বিগুণ হয়। আর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৬) তাদের রাফায়েল লিয়াওর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিরি’আ লিগের ক্লাবটি।

বিরতির পর ৮৪ মিনিটে একটি গোল পরিশোধ করেন স্লাভিয়ার মাতেজ জুরাসেক। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়